Ajker Patrika

কালীগঞ্জে কলেজশিক্ষার্থীদের সঙ্গে পাঠকবন্ধুর সামাজিক সচেতনতামূলক সভা

মো. রিয়াদ হোসাইন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
Thumbnail image
কালীগঞ্জে কলেজশিক্ষার্থীদের সঙ্গে পাঠকবন্ধুর সামাজিক সচেতনতামূলক সভা

গাজীপুরের কালীগঞ্জে কলেজশিক্ষার্থীদের সঙ্গে পাঠকবন্ধুর সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মেলনকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন পাঠকবন্ধুর আহ্বায়ক মি. বাদল ব্যাঞ্জামিন রোজারিও। অনুষ্ঠানে পাঠকবন্ধুর লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ও পাঠকবন্ধুর কালীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মো. রিয়াদ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে বাদল ব্যাঞ্জামিন রোজারিও শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘আমরা প্রতিদিন দুটি করে ভালো কাজের অভ্যাস গড়ে তুলব। পরিবারে শুদ্ধাচারের অনুশীলন শুরু করব। পলিথিন নিজে যেমন ব্যবহার করব না, তেমনি অন্যকেও ব্যবহারে নিরুৎসাহিত করব। সব ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করব এবং অন্যায়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলব।’

এ সময় শিক্ষার্থীরা বক্তাদের সঙ্গে ঐকমত্য পোষণ করে শপথ গ্রহণ করেন। তাঁরা সমাজের সব ভালো কাজে একসঙ্গে অংশগ্রহণ করবেন।

শুভেচ্ছা এবং সমাপনী বক্তব্যে অধ্যক্ষ নাজমুল ইসলাম আজকের পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজকের পত্রিকার এমন উদ্যোগে আমি এবং আমার কলেজ পাশে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের কাজে নিজে যেমন অংশগ্রহণ করব, তেমনি বাকিদেরও অনুপ্রাণিত করব।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সব শ্রেণির শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত