Ajker Patrika

ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ক্যাফেটেরিয়া চালু হোক

মামুন মিসবাহ 
ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ক্যাফেটেরিয়া চালু হোক

শিক্ষার্থীদের কম দামে মানসম্মত খাবারের শেষ ভরসার জায়গা ক্যাফেটেরিয়া। সুযোগ-সুবিধা দেখে মাঝেমধ্যে একটু ভালো ও মানসম্মত খাবারের আশায় শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ায় ভিড় জমান। এটি একপ্রকার মানসিক প্রশান্তি ও ভালো লাগার দিক শিক্ষার্থীদের জন্য। অথচ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাফেটেরিয়া প্রায় ১৫ মাস ধরে বন্ধ রয়েছে।

কারণ হিসেবে জানা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে বেঁধে দেওয়া দামে খাবার বিক্রি করতে গিয়ে বড় ধরনের লোকসান গুনতে হয় ক্যাফেটেরিয়া পরিচালক পক্ষের। তাই বাধ্য হয়ে ব্যবসা বন্ধ রেখেছেন তাঁরা। তবে ভর্তুকি পাওয়া গেলে পুনরায় ক্যাফেটেরিয়া খোলা হবে বলে জানানো হয়। এদিকে ক্যাফেটেরিয়া বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের আবাসিক হল ও ক্যাম্পাসের পাশের হোটেলের মানহীন সস্তা খাবার খেতে হচ্ছে। ফলে শারীরিক অসুস্থতা ও বাড়তি খরচ—উভয় দিক থেকে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। অন্যদিকে মানসিকভাবেও ভেঙে পড়ছেন অনেকে; যা শিক্ষা অর্জন ও প্রতিভা বিকাশের ক্ষেত্রে বড় অন্তরায়। এ সমস্যা দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের অনেক ক্ষতির মধ্যে পড়তে হবে বলে মনে করেন ক্যাম্পাসসংশ্লিষ্ট ব্যক্তিরা।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ, শিক্ষার্থীদের সুবিধার দিক বিবেচনা করে যত দ্রুত সম্ভব বন্ধ ক্যাফেটেরিয়া চালু করে দেওয়া হোক। যাতে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে জ্ঞান অর্জন ও প্রতিভা বিকাশে পূর্ণ মনোযোগী হয়ে উঠতে পারেন। 

লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতার দোরগোড়ায় বাংলাদেশ

ফেসবুকে নাহিদ ইসলামের বিস্ফোরক স্ট্যাটাস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত