Ajker Patrika

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ডিইউডিএসের নিন্দা ও উদ্বেগ প্রকাশ

শিক্ষা ডেস্ক
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৬: ৩১
সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ডিইউডিএসের নিন্দা ও উদ্বেগ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

গত ১৫ জুলাই (সোমবার) সংগঠনটির সভাপতি অর্পিতা গোলদার এবং সাধারণ সম্পাদক আদনান মুস্তারি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি অবিলম্বে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের নিজ ক্যাম্পাসে শারীরিক আক্রমণ ও সহিংসতার সম্মুখীন হওয়ার ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে বিতার্কিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। একইভাবে নারী শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা ও শারীরিক নিপীড়নের ঘটনা আমাদের মূল্যবোধের বিরোধী। শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন এ নিপীড়ন ও নির্যাতন একটি দেশের শীর্ষ বিদ্যাপীঠের সংস্কৃতি হতে পারে না।

এতে আরও উল্লেখ করা হয়, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সর্বদা মুক্তবুদ্ধি চর্চা, মতপ্রকাশের অধিকার ও অবাধ বাক্‌স্বাধীনতায় বিশ্বাসী ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার। চলমান সহিংসতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সদস্যসহ অসংখ্য শিক্ষার্থী হামলার শিকার হওয়ার ঘটনায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং অবিলম্বে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত