Ajker Patrika

এআইইউবি মুট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘রেটরিক ১.০’

মাহমুদুর রশিদ
এআইইউবি মুট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘রেটরিক ১.০’

সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মুট কোর্ট ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে রেটরিক ১.০। সদ্য প্রতিষ্ঠিত মুট কোর্ট ক্লাবের প্রথম প্রতিযোগিতামূলক আয়োজন ছিল এটি। রেটরিক ১.০ মূলত একটি পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। মুটিং স্কিল ডেভেলপমেন্ট এবং পাবলিক স্পিকার খোঁজার লক্ষ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় এআইইউবি আইন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম। বিচারক হিসেবে ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আফরোজা জেরিন, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের, প্রভাষক কাজী ওমর ফয়সাল ও প্রভাষক সাদমান রিজওয়ান অপূর্ব। আরও ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. ফারিয়া সুলতানা, আইন বিভাগের প্রভাষক রওণক মিরাজুল ইসলাম এবং মুজাহিদুল ইসলাম।

প্রতিযোগীদের বক্তব্য শেষে তাঁরা কীভাবে আরও ভালো করতে পারেন, সে সম্পর্কে দিকনির্দেশনামূলক কথা বলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানজিদা সোহানা ও রাফি। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ইশতিয়াক জুলকারনাইন, দ্বিতীয় স্থান ফাইয়াজ হাসান (রাফি) এবং তৃতীয় স্থান অধিকার করেন কোহিনূর আক্তার।  

রেটরিক ১.০ পাবলিক স্পিকিং প্রতিযোগিতার সকল অংশগ্রহণকারীঅনুষ্ঠানের শেষ দিকে মুট কোর্ট ক্লাবের ফ্যাকাল্টি উপদেষ্টা আহসান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে সম্মানিত বিচারকেরা বিজয়ীসহ সব অংশগ্রহণকারীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন  অধ্যাপক ড. সৈয়দ আফরোজা জেরিনআইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আফরোজা জেরিন এ ধরনের আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সামনে তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত