Ajker Patrika

সবার ঐকমত্যের ভিত্তিতে চাঁবিপ্রবির জমি অধিগ্রহণ হবে: উপাচার্য

শিক্ষা ডেস্ক
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪: ৪৮
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চাঁবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চাঁবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেছেন, সবার ঐকমত্যের ভিত্তিতে এবং পরামর্শে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, অবকাঠামগত উন্নয়ন হবে। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগসহ একাডেমিক অন্যান্য সমস্যারও সমাধান হবে। বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে অনুষ্ঠিত ‘‘বর্তমান সমস্যাসমূহ অবহিতকরণ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় করণীয়’’ শীর্ষক মতবিনিময় সভা য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজন। তাই, আমি কখনো দুর্নীতি করব না ও দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত। এ ছাড়া এ সভায় জেলায় কর্মরত সব প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপাচার্য সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে ফিরে যাওয়ার তাগিদ দেন। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-সংকট, আবাসন-সংকটসহ সব ধরনের সমস্যা স্থায়ী ক্যাম্পাসে ফিরতে পারলে সমাধান সম্ভব। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য উপাচার্যকে বেশকিছু এলাকার জমির নাম উল্লেখ করে এগুলোর সম্ভাব্যতা যাচাইয়ে উপাচার্যকে পরামর্শ দেন।

সভায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ে তুলতে আমাদের মিডিয়া পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. বাইজীদ আহম্মেদ রনি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক সুস্মিতা করের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. বাইজীদ আহম্মেদ রনি। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত