Ajker Patrika

খুলনা বিশ্ববিদ্যালয়

বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করার সুযোগ

রুবায়েত হোসেন, খুবি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুরোনো জিনস প্যান্ট থেকে তৈরি টোট ব্যাগ—এটি শুধু পরিবেশরক্ষায় নয়, বরং উপকূলীয় নারীদের কর্মসংস্থানের নতুন দিক খুলে দেবে। এমনই এক উদ্যোগ নিয়ে স্টুডেন্ট সোসাইটি ফর ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস আয়োজিত ‘ক্লাইমেট ট্যাংক এক্সিলারেটর’ প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দল ‘টিম বিডি-১৫’। এই দলটি আগামী ফেব্রুয়ারি মাসে আমেরিকায় ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন।

দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৮টি দলের মধ্যে প্রতিযোগিতার নানা ধাপ অতিক্রম করে বাংলাদেশ পর্বে ‘টিম বিডি-১৫’ চ্যাম্পিয়ন হয়। তাদের অনন্য উদ্যোগ ‘জিনস টু টোটস’; যা পুরোনো জিনস প্যান্ট থেকে পরিবেশবান্ধব টোট ব্যাগ তৈরির মাধ্যমে পলিথিনের বিকল্প সরবরাহ করে এবং উপকূলীয় নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। দলটির সদস্যরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের স্নাতকোত্তর শিক্ষার্থী ইমন কাজী; একই ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান তমাল; সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিউলি চাকমা এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জি এম রাকিব।

শুধু ব্যাগ তৈরি নয়; তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কেটিং শুরু করেছেন এবং ভবিষ্যতে ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বাজারজাত হবে বলে ঠিক করেছেন। দলনেতা ইমন কাজী বলেন, ‘খুবই আনন্দিত যে বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আমরা উপকূলীয় অঞ্চলের ভোগান্তির কথা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত