Ajker Patrika

ফাইনালে স্টামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন এআইইউবি

শিক্ষা ডেস্ক
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের আয়োজনে সম্পন্ন হলো ‘Law Verse 1.0’ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শর্ট মুট কোর্ট প্রতিযোগিতা। দীর্ঘ প্রতিযোগিতামূলক লড়াই শেষে ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) দল স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের সদস্যরা হলেন ফাইয়াজ হাসান রাফি ও আমানত আহমেদ জিহাদ।

২০ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয় একই দিনে। প্রতিটি ধাপেই অংশগ্রহণকারী দলগুলো তাদের আইনজ্ঞান ও যুক্তিতর্কের দক্ষতা প্রদর্শন করে। কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর ২২ ফেব্রুয়ারির চূড়ান্ত পর্বে এআইইউবি ও স্টামফোর্ডের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে এআইইউবি দল দক্ষতা ও যুক্তির মাধ্যমে স্টামফোর্ড দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চূড়ান্ত পর্বের বিচারক প্যানেলে ছিলেন মো. মোমিনুল ইসলাম (জেলা ও দায়রা জজ, নারায়ণগঞ্জ), মো. হারুন রেজা (যুগ্ম জেলা জজ, ঢাকা) এবং অ্যাডভোকেট কাজী নাফিউল মাজিদ (বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী)। তাঁদের নিরপেক্ষ মূল্যায়ন ও সুচিন্তিত সিদ্ধান্ত প্রতিযোগিতাকে আরও ন্যায়সংগত এবং প্রাণবন্ত করে তোলে।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ড. মো. আতিকুস সামাদ (ডেপুটি রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), মিস লাবিবা আবদুল্লাহ (সদস্য, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ড) এবং ড. মোহাম্মদ ফাইজ উদ্দিন (ডিন, আইন অনুষদ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ)। তাঁদের উপস্থিতি প্রতিযোগীদের অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতের পথচলায় দিকনির্দেশনা দেয়।

সমাপনী অনুষ্ঠানে বিচারকেরা প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে মূল্যবান বক্তব্য দেন। পরে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মিস লাবিবা আবদুল্লাহ জানান, ভবিষ্যতেও এমন প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আইন অনুষদের ডিন ড. মোহাম্মদ ফাইজ উদ্দিন ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত