ইলিয়াস শান্ত
বাংলাদেশের ইতিহাসে ১৬ ডিসেম্বর এক গৌরবময় দিন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দিনে অর্জিত হয় স্বাধীনতা, আর পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন এক রাষ্ট্র—বাংলাদেশ। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, লাখো মা-বোনের সম্ভ্রম এবং দীর্ঘ ৯ মাসের দুর্বিষহ যুদ্ধ শেষে আমরা পেয়েছি বিজয়ের স্বাদ। তাই এই দিন শুধু স্বাধীনতার স্মারক নয়, এটি আমাদের আত্মত্যাগ, বীরত্ব এবং জাতির সম্মিলিত চেতনার প্রতীক।
বিজয়ের এই মহান দিনে আজকের পত্রিকার পাঠক ফোরাম ‘পাঠকবন্ধু’ জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। তাদের এই কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পাঠকবন্ধুর কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রাজ্জাক খানের নেতৃত্বে বিভিন্ন শাখার সদস্যরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন সমন্বিত বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সৈয়দুর রহমান, যুগ্ম আহ্বায়ক তাহমিদ আল মাহাবুব খান এলিন, সানজিদা জান্নাত পিংকি, তানজিল কাজীসহ অনেকে।
আব্দুর রাজ্জাক খান বলেন, ‘বিজয় দিবস আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। এটি আমাদের অনুপ্রাণিত করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে।’ তাঁর বক্তব্যে ফুটে ওঠে, এই দিনটি শুধু অতীত স্মরণ নয়, এটি ভবিষ্যৎ গড়ার চেতনার উৎস।
তরুণ প্রজন্মের প্রতিশ্রুতি ও আত্মত্যাগের কথা তুলে ধরে এলিন খান বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর গণ-অভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র আন্দোলন পর্যন্ত তরুণদের ভূমিকা ছিল অসাধারণ। আমাদের প্রজন্ম দৃঢ়প্রতিজ্ঞ যে, সকল বাধাবিপত্তি পেরিয়ে এই দেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করবে।’
সানজিদা জান্নাত পিংকি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই আমাদের এখনো শেষ হয়নি। জাতির এই ঐতিহাসিক বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত, সকল স্তরে সমতা ও ন্যায় প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থেকে কাজ করা। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বে সাম্য ও মানবাধিকারের রোল মডেল হবে।’
গণ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য আফরা রুমালী সুপ্তি স্মৃতিসৌধে এসে অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এ বছর আমাদের বিজয় দিবস উদ্যাপন বিশেষ কারণবশত ভিন্ন। স্বৈরাচারের পতনের পর প্রথমবারের মতো দলমত-নির্বিশেষে সবাই স্বাধীনভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছে। এ বিজয়ের আনন্দ সত্যিই অন্যরকম।’
স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সকলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান।
বাংলাদেশের ইতিহাসে ১৬ ডিসেম্বর এক গৌরবময় দিন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দিনে অর্জিত হয় স্বাধীনতা, আর পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন এক রাষ্ট্র—বাংলাদেশ। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, লাখো মা-বোনের সম্ভ্রম এবং দীর্ঘ ৯ মাসের দুর্বিষহ যুদ্ধ শেষে আমরা পেয়েছি বিজয়ের স্বাদ। তাই এই দিন শুধু স্বাধীনতার স্মারক নয়, এটি আমাদের আত্মত্যাগ, বীরত্ব এবং জাতির সম্মিলিত চেতনার প্রতীক।
বিজয়ের এই মহান দিনে আজকের পত্রিকার পাঠক ফোরাম ‘পাঠকবন্ধু’ জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। তাদের এই কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পাঠকবন্ধুর কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রাজ্জাক খানের নেতৃত্বে বিভিন্ন শাখার সদস্যরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন সমন্বিত বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সৈয়দুর রহমান, যুগ্ম আহ্বায়ক তাহমিদ আল মাহাবুব খান এলিন, সানজিদা জান্নাত পিংকি, তানজিল কাজীসহ অনেকে।
আব্দুর রাজ্জাক খান বলেন, ‘বিজয় দিবস আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। এটি আমাদের অনুপ্রাণিত করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে।’ তাঁর বক্তব্যে ফুটে ওঠে, এই দিনটি শুধু অতীত স্মরণ নয়, এটি ভবিষ্যৎ গড়ার চেতনার উৎস।
তরুণ প্রজন্মের প্রতিশ্রুতি ও আত্মত্যাগের কথা তুলে ধরে এলিন খান বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর গণ-অভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র আন্দোলন পর্যন্ত তরুণদের ভূমিকা ছিল অসাধারণ। আমাদের প্রজন্ম দৃঢ়প্রতিজ্ঞ যে, সকল বাধাবিপত্তি পেরিয়ে এই দেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করবে।’
সানজিদা জান্নাত পিংকি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই আমাদের এখনো শেষ হয়নি। জাতির এই ঐতিহাসিক বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত, সকল স্তরে সমতা ও ন্যায় প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থেকে কাজ করা। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বে সাম্য ও মানবাধিকারের রোল মডেল হবে।’
গণ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য আফরা রুমালী সুপ্তি স্মৃতিসৌধে এসে অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এ বছর আমাদের বিজয় দিবস উদ্যাপন বিশেষ কারণবশত ভিন্ন। স্বৈরাচারের পতনের পর প্রথমবারের মতো দলমত-নির্বিশেষে সবাই স্বাধীনভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছে। এ বিজয়ের আনন্দ সত্যিই অন্যরকম।’
স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সকলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৩৪ হাজার শূন্যপদ পূরণে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৩৮২টি পদে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি দেওয়া হয়েছে। আর বাকি পদগুলো মামলা শেষে পদোন্নতির মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হবে।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দি
৩ ঘণ্টা আগে২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তার সমকক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিদ্যমান একাডেমিক কাঠামোতে অর্থাৎ গত বছরের মতো তিনটি পৃথক অনুষদে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৬ ঘণ্টা আগে২০২৫-২৬ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ২৯ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কলেজের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের (ndc.edu.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।
১১ ঘণ্টা আগে