Ajker Patrika

আইইউবিএটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেট : ০৭ জুন ২০২৪, ১০: ৫৩
আইইউবিএটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। এ উপলক্ষে গত বুধবার বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। 

আইইউবিএটির পরিবেশ বিজ্ঞান বিভাগ ও ইনস্টিটিউট অব এসডিজি স্টাডিজের (আইআইএসএস) আয়োজনে বুধবার সকাল ১০ টায় সেমিনার শুরু হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনেসকো অফিসার-ইনচার্জ এবং ইউনেসকো বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। সেমিনারে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান। বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন আইইউবিএটির কোষাধ্যক্ষ এবং অধ্যাপক সেলিনা নার্গিস। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডি গ্রুপের মহাব্যবস্থাপক মো. আব্দুল আলীম এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জুবায়ের-আল-মাহমুদ। 

সেমিনারে পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইইউবিএটির পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী মো.  শফিকুল ইসলাম এবং ফেরদৌস আহমেদ। 

আইইউবিএটির পরিবেশ বিজ্ঞান বিভাগ জাতীয় পরিবেশ মেলায়ও অংশগ্রহন করেছে। সেমিনারে আইইউবিএটির শিক্ষক-শিক্ষার্থীসহ মাইলেসটন কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। আইইউবিএটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন সহযোগী পার্টনার ছিল উইন্ডি গ্রুপ। 
দেশের প্রতিটি গ্রামে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দেওয়া লক্ষ্যে  ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক এম আলিমউল্যা মিয়ান দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি প্রতিষ্ঠা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত