Ajker Patrika

বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির ১০ম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাজধানীর পল্লবীতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। সভায় সহকারী নৌবাহিনী প্রধান (এম) রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সিনেটের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সিনেটের চেয়ারম্যান বিদায়ী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনিযুক্ত সিনেট সদস্যদের স্বাগত জানান। সিনেটের চেয়ারম্যান তার সিনেট বক্তৃতায় গত বছরে যেসব কার্যক্রম অনুষ্ঠিত হয় সে বিষয়ে সিনেটকে সংক্ষিপ্তভাবে অবহিত করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্তৃক উপস্থাপিত ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেট অনুমোদিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ১০ম বার্ষিক প্রতিবেদন (জুলাই ‘২৩-জুন ‘২৪) সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সিনেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে অনুমোদিত সব অনুষদ এবং বিভাগগুলো খোলা ও কার্যকর করার জন্য যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করার প্রতি গুরুত্বারোপ করেন। মেরিটাইম সেক্টরে বিশ্বমানের জনশক্তি তৈরি, নতুন জ্ঞান ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশে এবং উপমহাদেশে মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চশিক্ষায় মেরিটাইম এক্সিলেন্সের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। সিনেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত