Ajker Patrika

৬৪ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইইউবিএটি

৬৪ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইইউবিএটি। ছবি: সংগৃহীত
৬৪ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইইউবিএটি। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) দেশের প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন শিক্ষার্থীকে ফুল-ফ্রি স্কলারশিপ প্রদানের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপ আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক এম আলিমউল্যা মিয়ানের নামে প্রতিষ্ঠিত ‘ফাউন্ডার মিয়ান’ স্কলারশিপের আওতায় স্প্রিং ২০২৫ সেমিস্টারে দেওয়া হবে।

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বিনাখরচে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ পাবেন। ২০২২,২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত অসচ্ছল শিক্ষার্থীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।

২০২৫ সালের ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় যোগ্যতা অর্জনের মাধ্যমে প্রতিটি জেলা থেকে একজন করে শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৮ জানুয়ারি ২০২৫-এর মধ্যে আইইউবিএটির ওয়েবসাইট থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে ১০ জানুয়ারির পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করে এই স্কলারশিপ প্রদান করা হবে। স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য উত্তরা মডেল টাউনের ১০ নম্বর সেক্টরের আইইউবিএটি ক্যাম্পাসে সরাসরি যোগাযোগ করা যেতে পারে বা ০১৮১০০৩০০৪১-৯ এই নম্বরে কল করেও বিস্তারিত জানা যাবে।

আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, এগ্রিকালচার, ইংলিশ, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নার্সিং বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ এবং এমপিএইচসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে।

১৯৯১ সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অধ্যাপক এম আলিমউল্যা মিয়ান আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরে সবুজ ও স্থায়ী ক্যাম্পাসে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা উচ্চশিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত