Ajker Patrika

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব বাণিজ্য নিয়ে পাবলিক লেকচার অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি  
Thumbnail image
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব বাণিজ্য নিয়ে পাবলিক লেকচার অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশ’ শিরোনামে পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে এই বক্তৃতা অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক এম জি কিবরিয়া।

বক্তব্যে কিবরিয়া দেশের অর্থনৈতিক গতিধারা পরিবর্তনের তাগিদ দেন। তাঁর মতে, শুধু গার্মেন্টস কেন্দ্রিক রপ্তানি আয় দিয়ে ইউরোপ-আমেরিকার ওপর নির্ভর করে বেশি দিন টিকে থাকা যাবে না। প্রতিবেশী দেশে বিশেষ করে চীন ও ভারতে রপ্তানি বাড়াতে হবে। স্বাস্থ্য এবং শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে দক্ষ মানুষ তৈরি করতে হবে। একইসঙ্গে আগামীতে অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে তেল, গ্যাস, বিদ্যুৎ এবং ব্যাংকিং সেক্টরের সমস্যাগুলো দ্রুত নিরসন করতে হবে বলে মতামত দেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবিতে দীর্ঘদিন কাজ করা এই অর্থনীতিবিদ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে বিদেশি বিনিয়োগ আসছে না। তা ছাড়া, ব্যবসায়িক নীতি, কর ছাড় এসব বিষয়ে গোষ্ঠী প্রীতির বাইরে গিয়ে ন্যায্য প্রতিযোগিতার সুযোগ বাংলাদেশে সৃষ্টি করতে হবে বলে পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান। এ ছাড়া, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য প্রশ্নোত্তর পর্ব ছিল। অনুষ্ঠানে দেশের অর্থনীতিবিদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত