ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশ’ শিরোনামে পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে এই বক্তৃতা অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক এম জি কিবরিয়া।
বক্তব্যে কিবরিয়া দেশের অর্থনৈতিক গতিধারা পরিবর্তনের তাগিদ দেন। তাঁর মতে, শুধু গার্মেন্টস কেন্দ্রিক রপ্তানি আয় দিয়ে ইউরোপ-আমেরিকার ওপর নির্ভর করে বেশি দিন টিকে থাকা যাবে না। প্রতিবেশী দেশে বিশেষ করে চীন ও ভারতে রপ্তানি বাড়াতে হবে। স্বাস্থ্য এবং শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে দক্ষ মানুষ তৈরি করতে হবে। একইসঙ্গে আগামীতে অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে তেল, গ্যাস, বিদ্যুৎ এবং ব্যাংকিং সেক্টরের সমস্যাগুলো দ্রুত নিরসন করতে হবে বলে মতামত দেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবিতে দীর্ঘদিন কাজ করা এই অর্থনীতিবিদ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে বিদেশি বিনিয়োগ আসছে না। তা ছাড়া, ব্যবসায়িক নীতি, কর ছাড় এসব বিষয়ে গোষ্ঠী প্রীতির বাইরে গিয়ে ন্যায্য প্রতিযোগিতার সুযোগ বাংলাদেশে সৃষ্টি করতে হবে বলে পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান। এ ছাড়া, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য প্রশ্নোত্তর পর্ব ছিল। অনুষ্ঠানে দেশের অর্থনীতিবিদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশ’ শিরোনামে পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে এই বক্তৃতা অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক এম জি কিবরিয়া।
বক্তব্যে কিবরিয়া দেশের অর্থনৈতিক গতিধারা পরিবর্তনের তাগিদ দেন। তাঁর মতে, শুধু গার্মেন্টস কেন্দ্রিক রপ্তানি আয় দিয়ে ইউরোপ-আমেরিকার ওপর নির্ভর করে বেশি দিন টিকে থাকা যাবে না। প্রতিবেশী দেশে বিশেষ করে চীন ও ভারতে রপ্তানি বাড়াতে হবে। স্বাস্থ্য এবং শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে দক্ষ মানুষ তৈরি করতে হবে। একইসঙ্গে আগামীতে অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে তেল, গ্যাস, বিদ্যুৎ এবং ব্যাংকিং সেক্টরের সমস্যাগুলো দ্রুত নিরসন করতে হবে বলে মতামত দেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবিতে দীর্ঘদিন কাজ করা এই অর্থনীতিবিদ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে বিদেশি বিনিয়োগ আসছে না। তা ছাড়া, ব্যবসায়িক নীতি, কর ছাড় এসব বিষয়ে গোষ্ঠী প্রীতির বাইরে গিয়ে ন্যায্য প্রতিযোগিতার সুযোগ বাংলাদেশে সৃষ্টি করতে হবে বলে পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান। এ ছাড়া, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য প্রশ্নোত্তর পর্ব ছিল। অনুষ্ঠানে দেশের অর্থনীতিবিদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের ৬৭টি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বদলি ও পদায়ন দিয়েছে সরকার। এর মধ্যে ৬৪টি কলেজে অধ্যক্ষ এবং তিনটি কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
৯ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।
১৪ ঘণ্টা আগেজাপানে স্টাডি সাপোর্ট স্কলারশিপ-২০২৫-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৮ ঘণ্টা আগেবাড়ি ভাড়া নিয়ে পাঠদান পরিচালনা করা ১৬টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে না পারায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) এই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১ দিন আগে