Ajker Patrika

এখন থেকে সরকারি কলেজের শিক্ষকদের বদলি অনলাইনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৮: ১৭
এখন থেকে সরকারি কলেজের শিক্ষকদের বদলি অনলাইনে

সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের বদলি আবেদন করতে হবে অনলাইনে। সহযোগী অধ্যাপক/অধ্যাপক/উপাধ্যক্ষ/অধ্যক্ষ/ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় শহর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি করপোরেশনভুক্ত সকল পদে বদলির ক্ষমতা মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে। আর সারা দেশের অবশিষ্ট পদের (প্রভাষক ও সহকারী অধ্যাপক) বদলি-পদায়নের ক্ষমতা থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি)।

গত রোববার রাতে শিক্ষা মন্ত্রনালয় থেকে জারি করা ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২৫’ থেকে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

নীতিমালার তথ্য বলছে, সরকারি কলেজের প্রভাষক থেকে অধ্যাপক এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি-পদায়নের ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। বদলিভিত্তিক পদায়নের আবেদনপত্র অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান অগ্রায়ণ করবেন এবং কোন আবেদন পেন্ডিং রাখা যাবে না। অনলাইন ব্যতীত অন্য কোন উপায়ে পাঠানো বা উপস্থাপনকৃত আবেদন বিবেচনা করা হবে না। কোন শিক্ষক/কর্মকর্তা একবার আবেদন করলে পরবর্তী ৩ মাসের মধ্যে আর আবেদনপত্র করতে পারবেন না। জমা দেওয়া আবেদন অধ্যক্ষ কর্তৃক অগ্রায়ণের পর মন্ত্রণালয়/মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ নির্ধারিত নিয়মে প্রতি ১৫ (পনের) দিন পর মূল্যায়ন করবেন এবং বিবেচনার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর পেশ করা করবেন।

আরও বলা হয়, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুরকৃত আবেদনসমূহের প্রেক্ষিতে দাপ্তরিক প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে যথাযথ কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়ন আদেশ জারি করবেন। নন-ক্যাডার কর্মকর্তা কোনো ক্যাডার পদে বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত