Ajker Patrika

শিক্ষার্থীদের জন্য এআইইউবির ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’

শিক্ষার্থীদের জন্য এআইইউবির ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’

সম্প্রতি দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীবৃন্দ যে কষ্ট এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) কর্তৃপক্ষ গভীরভাবে চিন্তিত। এআইইইউবির যে সকল শিক্ষার্থীবৃন্দ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের নিয়ে এআইইউবি কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বিগ্ন। 

এআইইউবির ছাত্র-ছাত্রীবৃন্দের সুস্থতা এবং সার্বিক নিরাপত্তা, আমাদের নিকট সর্বাধিক এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এআইইউবি এই কঠিন সময়ে শিক্ষার্থীদের এবং তাঁদের পরিবারকে সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। 

এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং মানসিক স্বাস্থ্য সেবাসমূহ প্রদানের জন্য একটি ‘জরুরি সেবা প্রদান টিম’ (ইমার্জেন্সি রেসপন্স টিম) গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনে এআইইউবি ওয়েবসাইটে প্রদত্ত হটলাইন নম্বরসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা এই কঠিন সময়ে শিক্ষার্থীদের এবং তাঁদের পরিবারকে যথাযোগ্য সহায়তা প্রদান করার জন্য প্রস্তুত। এআইইউবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত