Ajker Patrika

বন্যার্তদের এক দিনের বেতনের টাকা দেবে গ্রিন ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৯: ৩২
বন্যার্তদের এক দিনের বেতনের টাকা দেবে গ্রিন ইউনিভার্সিটি

দেশের বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যার্থে এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। 

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, বাংলাদেশ সব সময় মানবিক রাষ্ট্র। চলমান বন্যাদুর্গত এলাকায় ছাত্র-জনতার ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযান ইতিমধ্যে সেটি প্রমাণ করেছে। 

উপাচার্য বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বসে থাকার সময় নেই। দলমত-নির্বিশেষে সবাইকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে হবে। কারণ, কারও একার পক্ষে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়। 

উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, সভায় সম্মিলিতভাবে এক দিনের মূল বেতনের অর্থ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বন্যাদুর্গত এলাকায় গিয়ে বিতরণ করবেন। 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, মানুষ মানুষের পাশে দাঁড়াবে—যেকোনো ধর্মেই এটি উত্তম কাজগুলোর একটি। তাই প্রত্যেকের উচিত, নিজ নিজ জায়গা থেকে পরিস্থিতির শিকার মানুষদের পাশে দাঁড়ানো। 

সভায় অন্যান্য বক্তা বলেন, শুধু গ্রিন ইউনিভার্সিটি নয়, সকল সচেতন নাগরিকের উচিত বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সভায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গোটা জাতিকে বন্যার্তদের সাহায্যার্থে কার্যকরভাবে এগিয়ে আসার অনুরোধ জানান সভার সংশ্লিষ্টরা। 

এর আগেও বিভিন্ন সময়ে বন্যাকালীন, রোহিঙ্গা ইস্যু, পাহাড়ধসসহ নানা ক্রান্তিকালে দুর্গত এলাকার পাশে দাঁড়িয়েছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার। 

প্রসঙ্গত, টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত