Ajker Patrika

আইইউবিএটির শিক্ষার্থীদের জন্য ৭ নতুন বাস চালু

বিজ্ঞপ্তি    
Thumbnail image
আইইউবিএটির শিক্ষার্থীদের জন্য ৭ নতুন বাস চালু। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) শিক্ষার্থীদের জন্য সাতটি নতুন বাস উদ্বোধন করেছে। গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ফিতা কেটে এসব বাসের উদ্বোধন করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. শহীদুল্লাহ মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক উৎপল কান্তি দাস, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক সজল সাহা, বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর হাসানুজ্জামান তুষার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর এ কে এম পারভেজ ইকবাল, জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আল আমিন শিহাব এবং ডেপুটি রেজিস্ট্রার রিজনা নাহার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আইইউবিএটির নিজস্ব পরিবহন সেবা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যাপক সুবিধা প্রদান করে। ঢাকার সব রুট ছাড়াও গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ থেকে ফ্রি বাস সার্ভিস চালু রয়েছে। প্রতি ঘণ্টায় শাটল সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ এবং সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করা হয়। নতুন সাতটি বাস সংযুক্ত হওয়ায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর শিক্ষার্থীদের জন্য নতুন রুট চালু হবে। এর ফলে শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ এবং সাশ্রয়ী হবে।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএয়ের সাবেক পরিচালক এবং খ্যাতনামা শিক্ষাবিদ প্রফেসর এম আলিমউল্যা মিয়ান। শিক্ষা এবং গবেষণার গুণমানে আইইউবিএটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশেষ স্থান অর্জন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত