Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটিতে জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিন ইউনিভার্সিটিতে জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম উদ্বোধন

উচ্চশিক্ষায় গবেষণা কাজকে আরও এগিয়ে নিতে ‘জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম’ কার্যক্রম শুরু করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং সেন্টার ফর রিচার্স ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশনের উদ্যোগে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইজড প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ আজ শনিবার জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম’র উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জার্নাল প্রকাশের কাজ হয়ে আসলেও মানসম্মত জার্নাল এখনো তৈরি হয়নি। গ্রিন ইউনিভার্সিটির এই প্রকাশনা নিঃসন্দেহে দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও সুনাম বয়ে আনবে। 

অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য মো. গোলাম সামদানী ফকির বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে তো বটেই, বাংলাদেশের প্রেক্ষাপটেও গবেষণা একটি চ্যালেঞ্জ। গ্রিন ইউনিভার্সিটির জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম উল্লেখযোগ্য অবদান রাখবে। 

গ্রিন ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. সাইফুল আজাদের তত্ত্বাবধানে বিভাগীয় শিক্ষক তানপিয়া তাসনিম, মোজদাহের আব্দুল কাদের ও মোনতাসের আব্দুল কাদের জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত