ইসমাঈল হোসাইন সোহেল
ভাষা হলো মনের ভাব প্রকাশ বা যোগাযোগের মাধ্যম। ভাষার দক্ষতা বর্তমানে উপার্জনেরও অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে। নিজের ভাষার পাশাপাশি একটি বিদেশি ভাষা আপনাকে উচ্চশিক্ষা, বিদেশি প্রতিষ্ঠানে চাকরি, ভিন্ন ভাষাভাষী বন্ধু-শুভাকাঙ্ক্ষী, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন দিক থেকে সুবিধা দেবে। কিন্তু সুযোগ, সময় ও অর্থাভাবে অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত ভাষা শেখা হয়ে ওঠে না। তবে বর্তমান তথ্যপ্রযুক্তির প্রাগ্রসর যুগে ঘরে বসেই এখন নিখরচায় ভাষা শেখা যায়। এই সুযোগকে সহজ ও বিনা মূল্যে মানুষের নাগালে পৌঁছে দিয়েছে ভাষা শিক্ষা-সংক্রান্ত মার্কিন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ‘ডুয়োলিংগো’। এই মাধ্যমে বিশ্বের ৪০টির বেশি ভাষা বিনা মূল্যে ও সুবিধামতো সময়ে শেখা যায়।
ডুয়োলিংগোর ধারণাটি ২০১৯ সালের শেষের দিকে পিটসবার্গের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস ভন আহন ও তাঁর ছাত্র সেভেরিন হ্যাকারের মাধ্যমে শুরু হয়। ভন আহন শিক্ষাসম্পর্কিত কিছু নিয়ে কাজ করতে চেয়েছিলেন। জন্মস্থান গুয়াতেমালায় লুইস দেখেছিলেন তাঁর সম্প্রদায়ের লোকদের জন্য ইংরেজি শেখা কতটা ব্যয়বহুল। লুইস ভন আহন মেলন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন পরামর্শক অধ্যাপক। তিনি ক্রাউড সোর্সিংয়ের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। তিনি বিশ্বাস করতেন, ‘বিনা মূল্যে শিক্ষা সত্যিই বিশ্বকে বদলে দেবে।’ সেই ভাবনা থেকে তিনি ভাষা শিক্ষার মাধ্যমটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
কী কী ভাষা শেখা যায়
এই মাধ্যম ব্যবহার করে ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, জাপানিজ, জার্মান, কোরিয়ান, হিন্দি, ইতালীয়, চায়নিজ, রাশিয়ান, আরবি, তুর্কি, সুইডিশ, ডাচ, গ্রিক, পোলিশ, ইন্দোনেশিয়ান, আফ্রিকান জুলুসহ অন্তত ৪০টি ভাষা শেখা যায়। তবে এসব ভাষা শেখার আগে আপনাকে জানতে হবে, কোন ভাষাটি শেখা উচিত। শেখাটা ফলপ্রসূ হবে, যদি আপনি যে ভাষা শিখতে আগ্রহী, সেটির এর সঙ্গে সম্পৃক্ত অন্যান্য বিষয়, যেমন চাকরি, বিদেশে উচ্চশিক্ষা ইত্যাদি বিষয়ে সুযোগগুলো সম্পর্কে খোঁজখবর রাখেন।
কোন ভাষা শেখা দরকার
ফ্রিল্যান্সিং, বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা আপনাকে প্রতিযোগিতার বাজারে সব দিক থেকেই এগিয়ে রাখবে। এ ছাড়া চায়নিজ, জার্মান, ফরাসি, স্প্যানিশ ও আরবি ভাষা রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। এর পাশাপাশি বিশেষ কোনো ভাষা জানার আগ্রহ কিংবা কর্মসংস্থানের সুযোগ থাকলে সেই ভাষাও রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। সব ভাষাই বিনা মূল্যে এবং নিজের সুবিধামতো সময়ে শেখা যাবে ডুয়োলিংগোতে।
শিখুন খেলার ছলে
ছোটবেলায় আমরা যে গল্প, কবিতা, ছড়া মুখস্থ করেছি, এর অধিকাংশই এখনো অনেকের মনে আছে। এর কারণ, তখন আমরা পড়েছি মজা নিয়ে। এই মজা বা খেলার ছলে শেখা বেশ কার্যকর। ডুয়োলিংগোতে ভাষা শেখাটা অনেকটা খেলার মতো। নির্দিষ্ট পাঠ শেষ করার পরে রয়েছে পয়েন্ট অর্জনের সুবিধা। সপ্তাহের সেরা পয়েন্ট সংগ্রহকারীদের তালিকা থাকে লিডারবোর্ডে। এখানে শব্দভান্ডার, ব্যাকরণ ও উচ্চারণ অনুশীলন করানো হয়। এসব অনুশীলনের মধ্যে লিখিত অনুবাদ, সংলাপ ও ছোটগল্প অন্তর্ভুক্ত থাকে। অনুশীলনীর টাস্কগুলোর পরম্পরা দেখে মনে হবে যেন আপনি কোনো সংলাপের মধ্যে আছেন। কিংবা কোনো গল্প বলা হচ্ছে। প্রতিটি পাঠ বা লেসনে ভুল করলেও আছে পুনরায় অনুশীলনের সুযোগ।
আছে সুবিধামতো কোর্স বিন্যাস
আপনি কত দিনে ভাষার কোর্সটি শেষ করতে চান, সে অনুযায়ী আপনার কোর্সটিকে বিন্যস্ত করতে পারেন। এ জন্য কোর্সটিকে বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়ে থাকে। এসব ইউনিটের অধীনে আবার রয়েছে একাধিক লেসন বা পাঠ। প্রতিটি পাঠে আবার আলাদা আলাদা অনুশীলনের ব্যবস্থা রয়েছে। প্রতিটি পাঠ শেষে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে পয়েন্ট ও ধাপ শেষে ‘অ্যাচিভমেন্ট’ দেওয়া হয় এই অ্যাপে। আপনি চাইলে নির্ধারিত দিনের অনুশীলন শেষ করে আরও এগিয়ে নিতে পারবেন আপনার শেখাকে।
শব্দভান্ডার
যেকোনো ভাষা শিখতে গেলে তার শব্দভান্ডারের সঙ্গে পরিচিত হতে হয়। তবে নতুন ভাষার শব্দগুলোর সঙ্গে পরিচিত হওয়াটা কিছুটা কঠিন হলেও গ্রাফিকসের চমৎকার উপস্থাপনায় বিষয়টিকে সহজসাধ্য করে তোলে ডুয়োলিংগো।
ব্যবহারের পদ্ধতি
ডুয়োলিংগোর ওয়েবসাইটে গিয়ে ই-মেইল ঠিকানা ব্যবহার করে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর ধাপে ধাপে শেখা যাবে পছন্দসই ভাষা। আইওএস, অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ—যেকোনো প্ল্যাটফর্মেই ডুয়োলিংগোর অ্যাপ ব্যবহার করে ভাষা শেখা যাবে। অ্যাডভান্স ও বিগিনার—দুভাবেই শেখা শুরু করা যাবে।
লিখতে না পারলেও সমস্যা নেই
বিভিন্ন ভাষার শব্দ ও অক্ষর পড়তে পারেন, কিন্তু মোবাইল ফোন বা কম্পিউটারে ওই ভাষার কিবোর্ড নেই—এটা কোনো সমস্যা না। কম্পিউটার বা মোবাইল ফোনের কিবোর্ড ব্যবহার করে লেখার পাশাপাশি সাজেস্টেড ওয়ার্ড বোর্ড থেকেও অনুশীলনীর উত্তর দেওয়া যায়। এ ছাড়া আপনি যেখানে আছেন, সেখানে ফোনের শব্দ ব্যবহার করতে সমস্যা হলে, শুধু মোবাইল ফোন বা কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে। সে ক্ষেত্রে কিবোর্ড কিংবা ওয়ার্ড বোর্ড ব্যবহারের মাধ্যমে শেষ করতে পারবেন আপনার অনুশীলন।
ভাষা শেখা হোক সবার জন্য উপভোগ্য ও আনন্দময়।
ভাষা হলো মনের ভাব প্রকাশ বা যোগাযোগের মাধ্যম। ভাষার দক্ষতা বর্তমানে উপার্জনেরও অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে। নিজের ভাষার পাশাপাশি একটি বিদেশি ভাষা আপনাকে উচ্চশিক্ষা, বিদেশি প্রতিষ্ঠানে চাকরি, ভিন্ন ভাষাভাষী বন্ধু-শুভাকাঙ্ক্ষী, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন দিক থেকে সুবিধা দেবে। কিন্তু সুযোগ, সময় ও অর্থাভাবে অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত ভাষা শেখা হয়ে ওঠে না। তবে বর্তমান তথ্যপ্রযুক্তির প্রাগ্রসর যুগে ঘরে বসেই এখন নিখরচায় ভাষা শেখা যায়। এই সুযোগকে সহজ ও বিনা মূল্যে মানুষের নাগালে পৌঁছে দিয়েছে ভাষা শিক্ষা-সংক্রান্ত মার্কিন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ‘ডুয়োলিংগো’। এই মাধ্যমে বিশ্বের ৪০টির বেশি ভাষা বিনা মূল্যে ও সুবিধামতো সময়ে শেখা যায়।
ডুয়োলিংগোর ধারণাটি ২০১৯ সালের শেষের দিকে পিটসবার্গের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুইস ভন আহন ও তাঁর ছাত্র সেভেরিন হ্যাকারের মাধ্যমে শুরু হয়। ভন আহন শিক্ষাসম্পর্কিত কিছু নিয়ে কাজ করতে চেয়েছিলেন। জন্মস্থান গুয়াতেমালায় লুইস দেখেছিলেন তাঁর সম্প্রদায়ের লোকদের জন্য ইংরেজি শেখা কতটা ব্যয়বহুল। লুইস ভন আহন মেলন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন পরামর্শক অধ্যাপক। তিনি ক্রাউড সোর্সিংয়ের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। তিনি বিশ্বাস করতেন, ‘বিনা মূল্যে শিক্ষা সত্যিই বিশ্বকে বদলে দেবে।’ সেই ভাবনা থেকে তিনি ভাষা শিক্ষার মাধ্যমটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
কী কী ভাষা শেখা যায়
এই মাধ্যম ব্যবহার করে ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, জাপানিজ, জার্মান, কোরিয়ান, হিন্দি, ইতালীয়, চায়নিজ, রাশিয়ান, আরবি, তুর্কি, সুইডিশ, ডাচ, গ্রিক, পোলিশ, ইন্দোনেশিয়ান, আফ্রিকান জুলুসহ অন্তত ৪০টি ভাষা শেখা যায়। তবে এসব ভাষা শেখার আগে আপনাকে জানতে হবে, কোন ভাষাটি শেখা উচিত। শেখাটা ফলপ্রসূ হবে, যদি আপনি যে ভাষা শিখতে আগ্রহী, সেটির এর সঙ্গে সম্পৃক্ত অন্যান্য বিষয়, যেমন চাকরি, বিদেশে উচ্চশিক্ষা ইত্যাদি বিষয়ে সুযোগগুলো সম্পর্কে খোঁজখবর রাখেন।
কোন ভাষা শেখা দরকার
ফ্রিল্যান্সিং, বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা আপনাকে প্রতিযোগিতার বাজারে সব দিক থেকেই এগিয়ে রাখবে। এ ছাড়া চায়নিজ, জার্মান, ফরাসি, স্প্যানিশ ও আরবি ভাষা রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। এর পাশাপাশি বিশেষ কোনো ভাষা জানার আগ্রহ কিংবা কর্মসংস্থানের সুযোগ থাকলে সেই ভাষাও রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। সব ভাষাই বিনা মূল্যে এবং নিজের সুবিধামতো সময়ে শেখা যাবে ডুয়োলিংগোতে।
শিখুন খেলার ছলে
ছোটবেলায় আমরা যে গল্প, কবিতা, ছড়া মুখস্থ করেছি, এর অধিকাংশই এখনো অনেকের মনে আছে। এর কারণ, তখন আমরা পড়েছি মজা নিয়ে। এই মজা বা খেলার ছলে শেখা বেশ কার্যকর। ডুয়োলিংগোতে ভাষা শেখাটা অনেকটা খেলার মতো। নির্দিষ্ট পাঠ শেষ করার পরে রয়েছে পয়েন্ট অর্জনের সুবিধা। সপ্তাহের সেরা পয়েন্ট সংগ্রহকারীদের তালিকা থাকে লিডারবোর্ডে। এখানে শব্দভান্ডার, ব্যাকরণ ও উচ্চারণ অনুশীলন করানো হয়। এসব অনুশীলনের মধ্যে লিখিত অনুবাদ, সংলাপ ও ছোটগল্প অন্তর্ভুক্ত থাকে। অনুশীলনীর টাস্কগুলোর পরম্পরা দেখে মনে হবে যেন আপনি কোনো সংলাপের মধ্যে আছেন। কিংবা কোনো গল্প বলা হচ্ছে। প্রতিটি পাঠ বা লেসনে ভুল করলেও আছে পুনরায় অনুশীলনের সুযোগ।
আছে সুবিধামতো কোর্স বিন্যাস
আপনি কত দিনে ভাষার কোর্সটি শেষ করতে চান, সে অনুযায়ী আপনার কোর্সটিকে বিন্যস্ত করতে পারেন। এ জন্য কোর্সটিকে বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়ে থাকে। এসব ইউনিটের অধীনে আবার রয়েছে একাধিক লেসন বা পাঠ। প্রতিটি পাঠে আবার আলাদা আলাদা অনুশীলনের ব্যবস্থা রয়েছে। প্রতিটি পাঠ শেষে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে পয়েন্ট ও ধাপ শেষে ‘অ্যাচিভমেন্ট’ দেওয়া হয় এই অ্যাপে। আপনি চাইলে নির্ধারিত দিনের অনুশীলন শেষ করে আরও এগিয়ে নিতে পারবেন আপনার শেখাকে।
শব্দভান্ডার
যেকোনো ভাষা শিখতে গেলে তার শব্দভান্ডারের সঙ্গে পরিচিত হতে হয়। তবে নতুন ভাষার শব্দগুলোর সঙ্গে পরিচিত হওয়াটা কিছুটা কঠিন হলেও গ্রাফিকসের চমৎকার উপস্থাপনায় বিষয়টিকে সহজসাধ্য করে তোলে ডুয়োলিংগো।
ব্যবহারের পদ্ধতি
ডুয়োলিংগোর ওয়েবসাইটে গিয়ে ই-মেইল ঠিকানা ব্যবহার করে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর ধাপে ধাপে শেখা যাবে পছন্দসই ভাষা। আইওএস, অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ—যেকোনো প্ল্যাটফর্মেই ডুয়োলিংগোর অ্যাপ ব্যবহার করে ভাষা শেখা যাবে। অ্যাডভান্স ও বিগিনার—দুভাবেই শেখা শুরু করা যাবে।
লিখতে না পারলেও সমস্যা নেই
বিভিন্ন ভাষার শব্দ ও অক্ষর পড়তে পারেন, কিন্তু মোবাইল ফোন বা কম্পিউটারে ওই ভাষার কিবোর্ড নেই—এটা কোনো সমস্যা না। কম্পিউটার বা মোবাইল ফোনের কিবোর্ড ব্যবহার করে লেখার পাশাপাশি সাজেস্টেড ওয়ার্ড বোর্ড থেকেও অনুশীলনীর উত্তর দেওয়া যায়। এ ছাড়া আপনি যেখানে আছেন, সেখানে ফোনের শব্দ ব্যবহার করতে সমস্যা হলে, শুধু মোবাইল ফোন বা কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে। সে ক্ষেত্রে কিবোর্ড কিংবা ওয়ার্ড বোর্ড ব্যবহারের মাধ্যমে শেষ করতে পারবেন আপনার অনুশীলন।
ভাষা শেখা হোক সবার জন্য উপভোগ্য ও আনন্দময়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৩৪ হাজার শূন্যপদ পূরণে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৩৮২টি পদে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি দেওয়া হয়েছে। আর বাকি পদগুলো মামলা শেষে পদোন্নতির মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হবে।
১২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দি
১২ ঘণ্টা আগে২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তার সমকক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিদ্যমান একাডেমিক কাঠামোতে অর্থাৎ গত বছরের মতো তিনটি পৃথক অনুষদে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৫ ঘণ্টা আগে২০২৫-২৬ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ২৯ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কলেজের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের (ndc.edu.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে