Ajker Patrika

ডেন্টাল ভর্তি পরীক্ষা: আসনপ্রতি লড়ছেন ৬৮ শিক্ষার্থী

আপডেট : ০৫ মে ২০২৩, ১৭: ৫৩
ডেন্টাল ভর্তি পরীক্ষা: আসনপ্রতি লড়ছেন ৬৮ শিক্ষার্থী

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, সরকারি একটি ডেন্টাল কলেজ এবং আটটি ডেন্টাল ইউনিটের ৫৪৫টি আসনের বিপরীতে এই বছর ৩৭ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন। তবে যারা সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তির সুযোগ পাবেন না, তাঁদের জন্য ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে ডেন্টালে মোট আসনসংখ্যা ১ হাজার ৯৫০। 

দেশের বিডিএস ভর্তি পরীক্ষার প্রধান কেন্দ্র ঢাকা ডেন্টাল কলেজ। এই কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ৬ হাজার ১৬৫ জন শিক্ষার্থী। এ প্রসঙ্গে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক হ‌ুমায়ূন কবির বুলবুল বলেন, ‘সফলভাবে বিডিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি একটি জাতীয় ও গুরুত্বপূর্ণ পরীক্ষা। পরীক্ষার্থীরা নিয়ম-শৃঙ্খলা মেনে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা নিয়ে শিক্ষার্থী-অভিভাবকের কোনো অভিযোগ নেই, তাঁরা সবাই সন্তুষ্ট। আমি মনে করি, সার্বিকভাবে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে। এ বছর ডেন্টালে তীব্র প্রতিযোগিতা হয়েছে। মাত্র ৫৪৫টি আসনের বিপরীতে ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।’

সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট ৫৪৫টি আসনের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন ৫৩০টিতে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীরা পাবেন ১০টি আসন। পার্বত্য তিন জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য রয়েছে তিনটি এবং অন্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য রয়েছে দুটি আসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত