Ajker Patrika

এআইইউবিতে নেক্সট জেনারেশন এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এআইইউবিতে নেক্সট জেনারেশন এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) নেক্সট জেনারেশন এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। গত শনিবার (১৮ মে) জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং জে-টপ করপোরেশন লিমিটেড এ সেমিনারের আয়োজন করে।

বাংলাদেশে নিযুক্ত জাইকা প্রধান তোমোহিদি ইচিগুচি সেমিনারের উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মাত্র দুই বছর পরে ১৯৭৩ সাল থেকে জাইকা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে এবং ১৯৮০ সালের পর এটি ৩০০ বিলিয়ন ইয়েন এই দেশে বিনিয়োগের মাধ্যমে দেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হয়ে ওঠে। জাইকা দেশের উন্নয়নে ঢাকা এমআরটি প্রকল্প, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ৩, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইত্যাদির নির্মাণে অবদান রেখেছে।

জাইকা কৃষি খাত, সাংস্কৃতিক বিনিময়, প্রযুক্তির অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ক্রমাগত অর্থায়ন করে আসছে। সেমিনারে পরিবেশগত বিশুদ্ধকরণ ব্যবস্থাকে পোশাক শিল্পের জন্য নতুন প্রকল্প হিসেবে উপস্থাপন করা হয়, যাতে বর্জ্য পানিকে যথাযথ শোধনের মাধ্যমে পুনর্ব্যবহার করা যায় এবং সেই অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জনাব জিয়াউল হক। সেমিনারে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান। তিনি আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন এবং অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য দেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা।

উক্ত সেমিনারে স্বনামধন্য পোশাক শিল্প প্রতিষ্ঠানের মালিক, করপোরেট কর্মকর্তা, অ্যাসোসিয়েশনের সদস্য, বিজ্ঞানী, গবেষক এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও এআইইউবি এর ফ্যাকাল্টি সদস্যরা অংশগ্রহণ করেন।

সেমিনারের সমন্বয় করেন প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এআইইউবি) এবং পরিচালনা করেন মিসেস শিহো তানাকা, অ্যাডজান্ট ফ্যাকাল্টি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এআইইউবি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত