Ajker Patrika

৪ জেলায় আগামী ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৭: ৪০
৪ জেলায় আগামী ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় আগামী দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এইচএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। 

তিনি বলেন, ‘অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় আগামী দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’ 

এ সময় প্রশ্নপত্র ফাঁস ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দেন তিনি।

এর আগে অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ মঙ্গলবারের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল সোমবার মাউশির সহকারী পরিচালক রুপক রায় স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। 

অফিস আদেশে বলা হয়, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মাউশির অধীন চট্টগ্রাম মহানগর এলাকার সব সরকারি ও বেসরকারি শিক্ষার স্বাভাবিক পাঠদান কার্যক্রম ৮ আগস্ট (মঙ্গলবার) বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। 

এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনায় সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত