Ajker Patrika

পরীক্ষার বিকল্প পদ্ধতির বিষয়ে শিগগিরই জানাবেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরীক্ষার বিকল্প পদ্ধতির বিষয়ে শিগগিরই জানাবেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সংক্ষিপ্ত সিলেবাসে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হলেও দেশে ক্রমেই করোনা সংক্রমণ বাড়ায় সংক্ষিপ্ত সিলেবাসে এই বছর পরীক্ষা নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সংক্ষিপ্ত সিলেবাসে সরাসরি ক্লাস করিয়ে পরীক্ষা নিতে হলে কমপক্ষে আগস্টের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় আছে। সংক্ষিপ্ত সিলেবাসেও পরীক্ষা নেওয়া সম্ভব না হলে গতবারের মতো অটোপাশ দেওয়া হবে না বরং বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে পরীক্ষা না নেওয়া গেলে কি পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বিষয়টি এখনো পরিষ্কার করা হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে শিক্ষামন্ত্রী ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ড ও আন্তবোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

আজকের পত্রিকাকে তিনি বলেন, খুব তাড়াতাড়ি শিক্ষামন্ত্রী এ বিষয়ে কথা বলবেন। তিনি আপনাদের পরামর্শও নেবেন। তবে পরিস্থিতি আমাদের ওপর না, বরং করোনার ওপর নির্ভর করছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী সরাসরি কথা বলবেন।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শিক্ষাবোর্ড এবং বিশেষজ্ঞদের নিয়ে বিকল্প পদ্ধতি খুঁজে বের করতে আগেই একটি কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে তারা কাজ করেছেন। তারাই পরীক্ষার বিকল্প মতামত দেবেন। কমিটি ইতিমধ্যেই একাধিক প্রস্তাব দিয়েছেন। যার মধ্যে অন্যতম একটি হচ্ছে, রচনামূলক বা সৃজনশীল প্রশ্নের বদলে কেবল বহু নির্বাচনী প্রশ্নে পরীক্ষা নেওয়া। দুই পত্রের বিষয়কে একটি পত্রে একীভূত করে পূর্ণমান ২০০ থেকে ১০০ তে কমিয়ে আনা। পূর্বের ফল এবং অ্যাসাইনমেন্টের মূল্যায়নের ওপর ভিত্তি করে ফলাফল দেওয়া। এক্ষেত্রে  জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলের ৫০ শতাংশ এবং অ্যাসাইনমেন্টের ৫০ শতাংশ ফলাফল নিয়ে এসএসসির ফলফল প্রস্তুত করা হতে পারে। এসএসসির ফলের ৫০ শতাংশ, জেএসসির ২৫ শতাংশ এবং অ্যাসাইনমেন্টের ফলের ২৫ শতাংশ সমন্বয় করে এইচএসসির ফল প্রস্তুত করা হতে পারে।

আরেকটি সূত্র জানিয়েছে, বিষয়গুলো এখনো চূড়ান্ত নয় শুধু বিকল্প পদ্ধতির জন্য পরামর্শ। ঈদের পর পর শিক্ষামন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত