Ajker Patrika

ইউরোপে এআইইউবির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

ইউরোপে এআইইউবির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

জার্মানির ফ্রাঙ্কফুর্টে গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২৪। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন এবং বিশেষ অতিথি ছিলেন গুগলের প্রথম বাংলাদেশি ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার, ঊর্ধ্বতন পরিচালক ও এআইইউবি প্রাক্তন শিক্ষার্থী জাহিদ সবুর এবং এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য মিসেস সাবরিনা আবেদীন। 

ইউরোপের বিভিন্নপ্রান্ত থেকে প্রায় ৩০০ জন এআইইউবি এর প্রাক্তন শিক্ষার্থী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইশতিয়াক আবেদীন তার বক্তব্যে, এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ভূয়শি প্রশাংসা করেন এবং তাকে আমন্ত্রন জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ইউরোপে এআইইউবি এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা ইউরোপের বিভিন্ন দেশে সুনামের সহিত কর্মরত আছেন তারা অবশ্যই এআইইউবি এর প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ইউরোপে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। 

এআইইউবি প্রাক্তন শিক্ষার্থী জাহিদ সবুর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত