বেলাল হোসেন, জাবি
‘সকাল ১০টায় ক্লাসের সময়, শিক্ষক আসছেন দুপুর সাড়ে ১২টায়। চার ক্রেডিটের কোর্স আট ক্লাসেই শেষ। ইনকোর্স নম্বর প্রকাশ ছাড়াই চূড়ান্ত পরীক্ষা গ্রহণ। এরপর ফলাফল প্রকাশে অর্ধবছর। এ ছাড়া সারা বছর ধরে উপেক্ষিত থাকে একাডেমিক ক্যালেন্ডার। শিক্ষকদের এ রকম খামখেয়ালি ও উদাসীনতায় শিক্ষার্থীরা অসহায়।’ এ সব কথা বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জহির ফয়সাল।
সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের শ্রেণি কার্যক্রমে শিক্ষকদের ‘উদাসীনতা’ অন্যান্য অনুষদের চেয়ে বেশি।
জহির ফয়সাল বলেন, ‘শিক্ষকদের সময়ানুবর্তিতার অভাবে সেশনজট বাড়ছে। এ ধরনের ‘খামখেয়ালির’ প্রতিকারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সজাগ হতে হবে। এ জন্য শিক্ষক মূল্যায়ন পদ্ধতি প্রচলন করা জরুরি।’
নাম প্রকাশে অনিচ্ছুক সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষার্থী জানান, ক্লাসের সময় শিক্ষকদের দেরিতে আসা, চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশে ছয়-সাত মাস দেরি, টিউটরিয়ালের নম্বর ছাড়াই চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য নিয়মিত ঘটনা। এমনকি চূড়ান্ত পরীক্ষা চলার সময়ও ক্লাস ও টিউটরিয়াল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে শিক্ষার্থীদের।’
বিশেষজ্ঞরা মনে করছেন, মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষক কেমন পড়ান, তাঁর কোর্সের বিষয়বস্তু কেমন, সময়মতো ক্লাসে যান কি না—সার্বিক বিষয়ে শিক্ষার্থীদের মতামত দেওয়ার সুযোগ তৈরি হবে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘মূল্যায়ন পদ্ধতির প্রচলন হলেই স্বেচ্ছাচারিতা কিংবা উদাসীনতা শেষ হয়ে যাবে বিষয়টি এমন নয়। তবে মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মতামত থাকায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। এ ক্ষেত্রে ছাত্রদের দায়িত্বশীল পরিচয় দিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ ভেবে দেখবে। শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি শুরু হবে। সেটি পর্যবেক্ষণ করে আমরাও সিদ্ধান্ত নেব।’
‘সকাল ১০টায় ক্লাসের সময়, শিক্ষক আসছেন দুপুর সাড়ে ১২টায়। চার ক্রেডিটের কোর্স আট ক্লাসেই শেষ। ইনকোর্স নম্বর প্রকাশ ছাড়াই চূড়ান্ত পরীক্ষা গ্রহণ। এরপর ফলাফল প্রকাশে অর্ধবছর। এ ছাড়া সারা বছর ধরে উপেক্ষিত থাকে একাডেমিক ক্যালেন্ডার। শিক্ষকদের এ রকম খামখেয়ালি ও উদাসীনতায় শিক্ষার্থীরা অসহায়।’ এ সব কথা বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জহির ফয়সাল।
সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের শ্রেণি কার্যক্রমে শিক্ষকদের ‘উদাসীনতা’ অন্যান্য অনুষদের চেয়ে বেশি।
জহির ফয়সাল বলেন, ‘শিক্ষকদের সময়ানুবর্তিতার অভাবে সেশনজট বাড়ছে। এ ধরনের ‘খামখেয়ালির’ প্রতিকারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সজাগ হতে হবে। এ জন্য শিক্ষক মূল্যায়ন পদ্ধতি প্রচলন করা জরুরি।’
নাম প্রকাশে অনিচ্ছুক সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষার্থী জানান, ক্লাসের সময় শিক্ষকদের দেরিতে আসা, চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশে ছয়-সাত মাস দেরি, টিউটরিয়ালের নম্বর ছাড়াই চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য নিয়মিত ঘটনা। এমনকি চূড়ান্ত পরীক্ষা চলার সময়ও ক্লাস ও টিউটরিয়াল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে শিক্ষার্থীদের।’
বিশেষজ্ঞরা মনে করছেন, মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষক কেমন পড়ান, তাঁর কোর্সের বিষয়বস্তু কেমন, সময়মতো ক্লাসে যান কি না—সার্বিক বিষয়ে শিক্ষার্থীদের মতামত দেওয়ার সুযোগ তৈরি হবে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘মূল্যায়ন পদ্ধতির প্রচলন হলেই স্বেচ্ছাচারিতা কিংবা উদাসীনতা শেষ হয়ে যাবে বিষয়টি এমন নয়। তবে মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মতামত থাকায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। এ ক্ষেত্রে ছাত্রদের দায়িত্বশীল পরিচয় দিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ ভেবে দেখবে। শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি শুরু হবে। সেটি পর্যবেক্ষণ করে আমরাও সিদ্ধান্ত নেব।’
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৫ সেশনে ভর্তি শুরু হয়েছে। এই ইউনিভার্সিটি ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।
৬ ঘণ্টা আগেবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠ
১০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানার্জন করেন না, বরং গবেষণা, বিশ্লেষণ ও নানা স্কিল গঠনের সুযোগ পান। এই দক্ষতাগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাসাইনমেন্ট তৈরি। অ্যাসাইনমেন্ট শুধু পরীক্ষার বিকল্প কিংবা নম্বর তোলার মাধ্যম নয়, বরং এটি একজন শিক্ষার্থী
২০ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেনশিয়াল বৃত্তি ২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের তহবিলযুক্ত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। প্রতি বছর শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে