শিক্ষা ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেনশিয়াল বৃত্তি ২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের তহবিলযুক্ত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। প্রতি বছর শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যে অবস্থিত বোস্টন বিশ্ববিদ্যালয় দেশটির একটি মর্যাদাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখানে ১৪০টির বেশি দেশের শিক্ষার্থীরা পড়ালেখা করছেন। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৪ হাজার ফ্যাকাল্টি ও ২৯ হাজার শিক্ষার্থী রয়েছেন।
সুযোগ-সুবিধা
আবেদনের পর আগ্রহী শিক্ষার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বৃত্তির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে স্নাতকের প্রতিবর্ষে শিক্ষার্থীদের ২৫ হাজার ডলার করে অর্থ দেওয়া হবে।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ
স্বাস্থ্যবিজ্ঞান, যোগাযোগ, শিল্প ও বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, চারুকলা, ব্যবসা, গ্লোবাল স্টাডিজ এবং
শিক্ষা ও মানব উন্নয়ন ইত্যাদি।
আবেদনের যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই বিদেশি শিক্ষার্থী হতে হবে। SAT স্কোর ১৫০০-এর ওপরে এবং ACT স্কোর ৩৩-এর ওপরে হতে হবে। বিগত একাডেমিকে আকর্ষণীয় ফল থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
প্রার্থীদের আবেদন করতে বৈধ পাসপোর্টের কপি, মাধ্যমিক বিদ্যালয়ের সার্টিফিকেট, ইংরেজি দক্ষতা পরীক্ষার নম্বরপত্র, কাউন্সিলারের সুপারিশ, একাডেমিক রেকর্ড লাগবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর, ২০২৫।
মার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেনশিয়াল বৃত্তি ২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের তহবিলযুক্ত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। প্রতি বছর শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যে অবস্থিত বোস্টন বিশ্ববিদ্যালয় দেশটির একটি মর্যাদাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখানে ১৪০টির বেশি দেশের শিক্ষার্থীরা পড়ালেখা করছেন। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৪ হাজার ফ্যাকাল্টি ও ২৯ হাজার শিক্ষার্থী রয়েছেন।
সুযোগ-সুবিধা
আবেদনের পর আগ্রহী শিক্ষার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বৃত্তির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে স্নাতকের প্রতিবর্ষে শিক্ষার্থীদের ২৫ হাজার ডলার করে অর্থ দেওয়া হবে।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ
স্বাস্থ্যবিজ্ঞান, যোগাযোগ, শিল্প ও বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, চারুকলা, ব্যবসা, গ্লোবাল স্টাডিজ এবং
শিক্ষা ও মানব উন্নয়ন ইত্যাদি।
আবেদনের যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই বিদেশি শিক্ষার্থী হতে হবে। SAT স্কোর ১৫০০-এর ওপরে এবং ACT স্কোর ৩৩-এর ওপরে হতে হবে। বিগত একাডেমিকে আকর্ষণীয় ফল থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
প্রার্থীদের আবেদন করতে বৈধ পাসপোর্টের কপি, মাধ্যমিক বিদ্যালয়ের সার্টিফিকেট, ইংরেজি দক্ষতা পরীক্ষার নম্বরপত্র, কাউন্সিলারের সুপারিশ, একাডেমিক রেকর্ড লাগবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর, ২০২৫।
নিউজিল্যান্ডে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বে যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৪ ঘণ্টা আগেদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি...
১ দিন আগেজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২- ২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদনপত্র পূরণ করতে পারবেন।
২ দিন আগেঅবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেতন গ্রেড উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বেতন গ্রেড উন্নীত করতে বছরে সরকারের অতিরিক্ত খরচ হবে ৩৪১ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪০ টাকা।
২ দিন আগে