Ajker Patrika

২০২৬ সালের এইচএসসির সিলেবাস নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

অনলাইন ডেস্ক
২০২৬ সালের এইচএসসির সিলেবাস নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৫ সালের এইচএসসির সিলেবাসে ২০২৬ সালের পরীক্ষাও হবে দাবি করে যেসব তথ্য প্রচারিত হচ্ছে, তা সত্য নয়। আমার স্বাক্ষর ও সিল নকল করে লেখা একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এটি মিথ্যা। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা কোন সিলেবাসে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে বলে আগেই জানানো হয়েছিল শিক্ষা বোর্ডগুলো পক্ষ থেকে। তবে ২০২৬ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত