Ajker Patrika

ঢাবির শতবর্ষ উপলক্ষে ডিইউডিএসের আয়োজনে ছাত্র-শিক্ষক প্রীতি বিতর্ক

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৯: ১৫
ঢাবির শতবর্ষ উপলক্ষে ডিইউডিএসের আয়োজনে ছাত্র-শিক্ষক প্রীতি বিতর্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে ছাত্র-শিক্ষক প্রীতি বিতর্কের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। বিতর্কের বিষয়—‘এই সংসদ মনে করে, শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলই ঐতিহ্যনির্ভর।’ আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই বিতর্ক অনুষ্ঠিত হবে। 

এই প্রীতি বিতর্কে স্পিকার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। 

বিতর্কে সরকারি দলের ভূমিকায় থাকবেন শিক্ষার্থীরা আর বিরোধী দলের ভূমিকায় থাকবেন শিক্ষকেরা। শিক্ষার্থীদের পক্ষে বিতর্কে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এস এম রাকিব সিরাজী, শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক ডাকসু সদস্য নিপু ইসলাম তন্বী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি রোমান ইসলাম। শিক্ষকদের পক্ষে বিতর্কে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম রেজা, যোগাযোগ বৈকল্য বিভাগের সহকারী অধ্যাপক তাওহীদা জাহান ও আরবি বিভাগের প্রভাষক মাহাদী হাসান। 

এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মো. আরমান ও সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত