খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে যৌথ গবেষণা করার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়। আজ শনিবার সকাল ১০টায় খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করেন নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. ফুলকো লুডউইক।
এ সময় তাঁরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের সুন্দরবন, উপকূলীয় অঞ্চলের জলবায়ুগত অবস্থা ও ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি এবং এর প্রভাব বিশেষ গুরুত্ব পায়।
প্রফেসর ফুলকো কৃষিক্ষেত্রে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবিলা করে ফল ও ফসল উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এর পর্যবেক্ষণ ও আগ্রহের বিষয়গুলো তুলে ধরেন। তিনি এসব বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণায় আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন সফররত প্রফেসর ফুলকোকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রকৃতপক্ষে সুন্দরবন উপকূল তথা এই অঞ্চলে জলবায়ুগত পরিবর্তনের ফলে ঝুঁকি বাড়ছে। উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রার ওপরও তা নেতিবাচক প্রভাব ফেলছে।’
তিনি আরও বলেন, ‘উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য এবং বিশেষ করে সুন্দরবন ও এর প্রভাবিত এলাকা নিয়ে শিক্ষা ও গবেষণার অনেক ক্ষেত্র রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এসম্পর্কিত অনেকগুলো বিষয় রয়েছে, যার সঙ্গে ওয়াগিনন বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণায় এগিয়ে এলে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে। একই সঙ্গে গবেষণার মাধ্যমে নতুন নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।’
এ সময় উপাচার্য সুন্দরবনের ওপর লিখিত তাঁর গবেষণাগ্রন্থের একটি কপি প্রফেসর ফুলকোকে উপহার দেন। এ সময় ওয়াগিনন বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-শিক্ষার্থী উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেছেন, তাঁদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগের নেওয়া হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, প্রাক্তন শিক্ষার্থী গবেষক ড. উৎপল কুমার, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খুবি উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে যৌথ গবেষণা করার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়। আজ শনিবার সকাল ১০টায় খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করেন নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. ফুলকো লুডউইক।
এ সময় তাঁরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের সুন্দরবন, উপকূলীয় অঞ্চলের জলবায়ুগত অবস্থা ও ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি এবং এর প্রভাব বিশেষ গুরুত্ব পায়।
প্রফেসর ফুলকো কৃষিক্ষেত্রে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবিলা করে ফল ও ফসল উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এর পর্যবেক্ষণ ও আগ্রহের বিষয়গুলো তুলে ধরেন। তিনি এসব বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণায় আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন সফররত প্রফেসর ফুলকোকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রকৃতপক্ষে সুন্দরবন উপকূল তথা এই অঞ্চলে জলবায়ুগত পরিবর্তনের ফলে ঝুঁকি বাড়ছে। উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রার ওপরও তা নেতিবাচক প্রভাব ফেলছে।’
তিনি আরও বলেন, ‘উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য এবং বিশেষ করে সুন্দরবন ও এর প্রভাবিত এলাকা নিয়ে শিক্ষা ও গবেষণার অনেক ক্ষেত্র রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এসম্পর্কিত অনেকগুলো বিষয় রয়েছে, যার সঙ্গে ওয়াগিনন বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণায় এগিয়ে এলে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে। একই সঙ্গে গবেষণার মাধ্যমে নতুন নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।’
এ সময় উপাচার্য সুন্দরবনের ওপর লিখিত তাঁর গবেষণাগ্রন্থের একটি কপি প্রফেসর ফুলকোকে উপহার দেন। এ সময় ওয়াগিনন বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-শিক্ষার্থী উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেছেন, তাঁদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগের নেওয়া হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, প্রাক্তন শিক্ষার্থী গবেষক ড. উৎপল কুমার, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খুবি উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
ওমানের সুলতান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, ফুল ফান্ডেড বা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা ‘ওমানি প্রোগ্রাম ফর কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক কো-অপারেশন’-এর আওতায় বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
৫ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (eSIF পূরণের মাধ্যমে) কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
৮ ঘণ্টা আগেবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
১ দিন আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২ দিন আগে