Ajker Patrika

বার্সেলোনায় ইন্টার্নশিপের সুযোগ

বার্সেলোনায় ইন্টার্নশিপের সুযোগ

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে স্পেনের বার্সেলোনায় অবস্থিত সেন্টার ফর জিনোমিক রেগুলেশন (সিআরজি)। এটি একটি বায়োমেডিক্যাল অ্যান্ড জিনোমিক রিসার্চ সেন্টার।

বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ মার্চ।

‘সিআরজি সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এর আওতায় শিক্ষার্থীদের সকল খরচ বহন করা হবে। এটি সিআরজি পরিচালিত ১০ম ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই ইন্টার্নশিপের মেয়াদ দুই মাস। এ প্রোগ্রাম জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো সময় হতে পারে। সপ্তাহে ৪০ ঘণ্টা করে মোট ৩২০ কর্মঘণ্টা।

নির্বাচিত শিক্ষার্থীদের মাসে ৬০০ ইউরো করে দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৬০ হাজার টাকা। এছাড়া আকাশপথে আসা-যাওয়ার খরচ বহন করা হবে। দুই মাসের জন্য বার্সেলোনার পাবলিক ট্রান্সপোর্টের টিকিট প্রদান করা হবে।

লাইফ সায়েন্স সংশ্লিষ্ট বিষয় যেমন বায়োইনফরমেটিক্স, বায়োমেডিসিন, মেডিসিন, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে স্নাতক পর্যায়ে কমপক্ষে চার সেমিস্টার শেষ করতে হবে এবং ভালো ফলধারী হতে হবে। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীকে ইংরেজিতে পারদর্শী হতে হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত