Ajker Patrika

অস্ট্রেলিয়া সরকারের রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম বৃত্তি

অস্ট্রেলিয়া সরকারের রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম বৃত্তি

১৮৫০ সালে প্রতিষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় দ্য ইউনিভার্সিটি অব সিডনি। সম্প্রতি এ বিশ্ববিদ্যালয়ের অধীনে অস্ট্রেলিয়ার সরকার রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের সুযোগ দিচ্ছে। অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির সংখ্যা নির্ধারিত নয়। 

অন্তর্ভুক্ত প্রোগ্রাম
আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই বৃত্তি প্রোগ্রামের আওতায় গবেষণার মাধ্যমে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ অর্জন করবেন। 

বৃত্তির পরিমাণ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ বৃত্তির আওতায় বছরে ৪০ হাজার ১০৯ ডলার তহবিল দেওয়া হবে। 

সুযোগ-সুবিধা 

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। 
  • আবাসন ব্যবস্থা। 
  • জীবনযাত্রার খরচ। 
  • চিকিৎসার খরচ। 

আবেদনের যোগ্যতা 

  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
  • একাডেমিক ফল ভালো হতে হবে। 
  • গবেষণা পরিচালনায় দক্ষ হতে হবে। 
  •  সিডনি বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাধ্যমে স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য অফার লেটার পেতে হবে। 

আবেদনের সময়সীমা 
২০২৫ সালে শুরু হতে যাওয়া রিসার্চ পিরিয়ড ১ এবং ২-এর জন্য আবেদনের শেষ সময় আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৪। আর একই বছরের পিরিয়ড ৩ এবং ৪-এর জন্য আবেদনের শেষ সময় ১৭ ডিসেম্বর। 

আবেদনের প্রক্রিয়া 
বৃত্তির জন্য আলাদা কোনো আবেদনের প্রয়োজন নেই। গবেষণার মাধ্যমে স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে আবেদনের সময় আরটিপি বৃত্তিতে বিবেচনার জন্য চেক বক্স নির্বাচন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন এই ওয়েবসাইটে। 

সূত্র: দ্য ইউনিভার্সিটি অব সিডনি ওয়েবসাইট।
অনুবাদ: মারুফা মাহজাবীন মম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত