Ajker Patrika

এএইউডব্লিউ ফেলোশিপ

এএইউডব্লিউ ফেলোশিপ

এএইউডব্লিউ (দি আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি উইমেন) আমেরিকায় নারীদের পূর্ণকালীন পড়াশোনা বা গবেষণার জন্য আন্তর্জাতিক ফেলোশিপ দিয়ে থাকে।

তবে আমেরিকান নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের এই ফেলোশিপ দেওয়া হবে না। স্বীকৃত প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার ক্ষেত্রে এ ফেলোশিপ দেওয়া হয়। স্কলারশিপের সংখ্যা নির্দিষ্ট নয়।

ফেলোশিপ যাঁরা পাবেন আমেরিকান নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন এমন নারী। রাজনৈতিক, সম্প্রদায়গত বা পেশাগত কাজের মধ্য দিয়ে যাঁরা নারী ও মেয়েদের অগ্রগতিতে অঙ্গীকারবদ্ধ, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। 

স্কলারশিপের পরিমাণ:
মাস্টার্স/প্রোফেশনাল ফেলোশিপ: ১৮,০০০ ডলার
ডক্টরেট ফেলোশিপ: ২০,০০০ ডলার
পোস্ট ডক্টরাল ফেলোশিপ: ৩০,০০০ ডলার।

যোগ্যতা 
১. আমেরিকা বা বাইরের কোনো দেশ থেকে আমেরিকান স্নাতক সমমানের ডিগ্রি যা ১৫ নভেম্বর ২০২১ সালের মধ্যে শেষ হতে হবে।
২. ফেলোশিপের সময়কালে ফুলটাইম অ্যাকাডেমিক পরিকল্পনায় নিজেকে নিয়োজিত রাখার মনোভাব থাকতে হবে।
৩. পেশাগত ক্যারিয়ারের খোঁজে নিজের দেশে ফিরে যাওয়ার মনোভাব থাকতে হবে।
৪. ইংরেজিতে সাবলীল হতে হবে। টোয়েফল বা অন্য কোনো গ্রহণযোগ্য পরীক্ষার স্কোর জমা দিতে হবে।
৫. পোস্ট ডক্টরেট প্রার্থীদের ক্ষেত্রে তাঁদের ডক্টরেট ডিগ্রির প্রমাণ দিতে হবে।
৬. মাস্টার্স বা ডক্টরেটের শিক্ষার্থীকে ফেলোশিপের সময়কালে আমেরিকায় অবস্থিত কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তি থাকতে হবে।

আবেদনের শেষ সময়
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর, ২০২১।

সূত্র: scholars4dev ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত