Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫০টি আসন বাড়ল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭: ৫৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫০টি আসন বাড়ল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫০টি আসন বৃদ্ধি করা হয়েছে। এতে আসন দাঁড়িয়েছে এক হাজার ৫৭০ টি। আজ শুক্রবার বিশ্ববিদ্যায়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. বদরুজ্জামান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ৪২ তম এবং সিন্ডিকেটের ৮২ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধিক শিক্ষার্থী ভর্তির জন্য দর্শন বিভাগে ২০ টি, ইতিহাস বিভাগে ১০ টি, প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগে ১০টি এবং পরিসংখ্যান বিভাগে ১০টি আসন বৃদ্ধি করা হয়েছে। 

এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৬০০ টি, ‘বি’ ইউনিটে (মানবিক) ৬২০টি এবং ‘সি’ ইউনিটের (ব্যবসা) শিক্ষার্থীদের জন্য ৩০০টি আসন ছিল।

বর্তমানে ৫০টি আসন বৃদ্ধির ফলে (২০২৩-২৪) এ শিক্ষাবর্ষে দর্শন বিভাগে ৩০ টির পরিবর্তে ৫০টি আসনে ভর্তি নেবে। ইতিহাস বিভাগ ৪০ টির পরিবর্তে ৫০ টি, প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগে ৩০টি আসনের বদলে ৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। পরিসংখ্যান বিভাগে ৩০টি আসনের পরিবর্তে ৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে ববি প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত