Ajker Patrika

ওয়েবসাইট যখন পড়ালেখার সহায়ক

আরাফাত শাহরিয়ার
আপডেট : ২৫ মে ২০২২, ১৭: ৪৬
ওয়েবসাইট যখন পড়ালেখার সহায়ক

শিক্ষার্থীদের জন্য আছে দরকারি অনেক ওয়েবসাইট। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যায়ের বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ভূগোল, বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ প্রায় সব বিষয়ের সমাধান, লেকচার, টিউটোরিয়াল পাওয়া যায় এসব ওয়েব ঠিকানায়। অডিও, ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শেখা যায় সুবিধাজনক সময়ে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও আছে অনেক কনটেন্ট। সবার জন্য উন্মুক্ত এসব সাইটের মাধ্যমে ঘরে বসেই দেওয়া যায় কুইজ, মডেল টেস্ট। ঘুরে আসা যাক দরকারি সব ওয়েবসাইটের শিক্ষামূলক কনটেন্টের ভার্চুয়াল দুনিয়ায়।

খান একাডেমি
২০০৬ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক ভার্চুয়াল পাঠশালা ‘খান একাডেমি’র যাত্রা শুরু। প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা সালমান খান। বিশ্বজুড়ে এর কোটি ছাত্র! সব বয়সের শিক্ষার্থীর জন্য অলাভজনক প্রতিষ্ঠানটির তৈরি বিভিন্ন বিষয়ের ওপর হাজার হাজার ভিডিও লেকচার, টিউটোরিয়াল আছে। যে কেউ খুব সহজে বিনা পয়সায় তাঁদের প্রয়োজনীয় বিষয়টি জেনে নিতে পারেন। এসব লেকচার ইংরেজি, বাংলা, হিন্দি, পর্তুগিজ, ফরাসিসহ প্রায় অর্ধশত ভাষায় সহজলভ্য।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

শিক্ষক বাতায়ন
বাংলায় তৈরি উন্মুক্ত অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘শিক্ষক বাতায়ন’। ২০১৩ সালে যাত্রা শুরু বাংলাদেশ সরকারের এই শিক্ষামূলক ডিজিটাল ওয়েবসাইটের। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকের ওপর কনটেন্ট তৈরি করে এতে আপলোড করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় পড়ানো হয় এমন সব বিষয়ের হাজার হাজার সমাধান পাওয়া যায় শিক্ষক বাতায়নে। লক্ষাধিক শিক্ষক এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

টেন মিনিট স্কুল
অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’, যেখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা দেওয়া হয়। ২০১৫ সালে ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করেন আয়মান সাদিক। প্রাথমিক, জেএসসি, এসএসসি, এইচএসসির দরকারি অনেক কোর্স ও শিক্ষা উপকরণ রয়েছে ওয়েবসাইটটিতে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, স্কিল ডেভেলপমেন্ট, প্রফেশনাল কোর্স সম্পর্কেও শিক্ষা দেওয়া হয় এতে।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

শিক্ষক ডটকম
২০১২ সালে ড. রাগিব হাসান প্রতিষ্ঠা করেন ‘শিক্ষক ডটকম’ ওয়েবসাইটটি। যে কেউ বিনা মূল্যে এখানে নানা বিষয় শিখতে পারেন। এতে আছে কম্পিউটারবিজ্ঞান থেকে শুরু করে পদার্থ, রসায়ন, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞানসহ নানান বিষয়ের লেকচার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ নানা পর্যায়ের বিবিধ টিউটোরিয়াল পাওয়া যায় শিক্ষক ডটকমে।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

চ্যাম্পসটোয়েন্টিওয়ান
‘চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম’ নামের শিক্ষামূলক ওয়েবসাইটে ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমের শিক্ষার্থীদের জন্য গণিত, বিজ্ঞান ও ইংরেজির ওপর বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে। রয়েছে শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, অ্যাপস ও গেইম, জীবনযাত্রা, খেলাধুলা, বিনোদন-সম্পর্কিত নানা কনটেন্ট, খবরাখবর ও ভিডিও।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

অন্যরকম পাঠশালা
ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘অন্যরকম পাঠশালা’। প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ। জ্ঞান শিক্ষার প্রকৃত রসদ দেশের সব প্রান্তের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া এর উদ্দেশ্য। প্ল্যাটফর্মটিতে নবম-দশম শ্রেণি থেকে একাদশ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত গণিত, পদার্থ, রসায়ন, বিজ্ঞানের মতো বিষয়গুলো খুব সহজে ব্যবহারিক জ্ঞানের সাহায্যে পাঠদান করা হয়। যার ফলে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারে।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

সৃজনশীল ডটকম
একজন শিক্ষার্থী যাতে ঘরে বসেই তার সুবিধামতো সময়ে স্কুলের সিলেবাস অনুযায়ী অধ্যায় ও টার্মভিত্তিক যত খুশি তত পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে চালু হয়েছে ‘সৃজনশীল ডটকম’। এই ওয়েবসাইটটির মাধ্যমে শিক্ষার্থী তার নিজের প্রস্তুতি কেমন হচ্ছে তা জানতে পারে। এ ছাড়া এই সাইটে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ের ওপর অডিও ভিজ্যুয়াল টিউটোরিয়ালও রয়েছে। সৃজনশীল ডটকমে স্কুলের সিলেবাস অনুযায়ী অধ্যায় ও টার্মভিত্তিক পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

কিশোর বাতায়ন
কিশোর-কিশোরীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে বিভিন্ন বিষয় দিয়ে সাজানো হয়েছে ‘কিশোর বাতায়ন’। ২০১৮ সালে এর যাত্রা শুরু। বাংলাভাষী কিশোর-কিশোরীরা বিশ্বের যেকোনো প্রান্তে বসে ডিজিটাল এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

মুক্ত পাঠ
২০১৬ সালে ‘মুক্ত পাঠ’ নামের জাতীয় ই-লার্নিং প্ল্যাটফর্মের যাত্রা শুরু। এই শিক্ষা বাতায়ন সবার জন্য উন্মুক্ত, শেখাও যায় যখন-তখন। মুক্ত পাঠ এমন একটি ওয়েবসাইট, যার মাধ্যমে কেবল ছাত্রছাত্রী নয়, শিক্ষক, শিক্ষার্থী, কর্মজীবী, বিদেশগামী কর্মী, প্রবাসী কর্মী, গৃহিণী, তরুণ, বয়স্ক থেকে শুরু করে সবাই ই-লার্নিংয়ের সুযোগ পাচ্ছেন।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

বিবিসি জানালা
ইংরেজি ভাষা শিক্ষার প্ল্যাটফর্ম ‘বিবিসি জানালা’। যাঁরা প্রাথমিকভাবে ইংরেজি শেখা শুরু ও ইংরেজি দক্ষতা আরও বাড়িয়ে তুলতে চাইছেন, মূলত তাঁদের কথা ভেবেই তৈরি করা হয়েছে বিভিন্ন লেসন। ‘বিবিসি জানালা’র ইংরেজি শেখার অনলাইন কোর্সগুলো বর্তমানে ‘ঘুড়ি লার্নিং’-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

এডুটিউববিডি
শিক্ষামূলক কনটেন্ট শেয়ারিং পোর্টাল এডুটিউববিডি ডটকম। ওয়েবসাইটটিতে রয়েছে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও লেকচার। স্কিল ডেভেলপমেন্ট বিষয়েও আছে বেশ কিছু ভিডিও। এতে ফ্রি অ্যাকাউন্ট খুলে নোট, প্রশ্ন, সাজেশন, যা ওয়ার্ড, পিডিএফ ফাইলে বা ভিডিও হিসেবে রাখা যায়। অন্যরা কী ধরনের কনটেন্ট আপলোড করছে, তা-ও দেখা যায়। ডাউনলোড করা যায় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। শিক্ষকেরা অ্যাকাউন্ট খুলে কনটেন্ট আপলোড করতে পারেন।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

ই-শিখন
এই ওয়েবসাইটটিতে রয়েছে পঞ্চম থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির সব বিষয়। শুধু তা-ই নয়, সাইটে যুক্ত আছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ ইশিখন. কম ক্লাসমেটদের বন্ধু বানানো যায়। এ ছাড়া রয়েছে কোর্সভিত্তিক গ্রুপ, ফোরাম, কুইজ, অ্যাসাইনমেন্ট, সার্টিফিকেট, ব্যাজ। এ ছাড়া তথ্যপ্রযুক্তি, গিটার, ছবি আঁকা, রান্নার মতো ব্যতিক্রমী কিছু কোর্সও রয়েছে। ই-শিখনের এসব কোর্সের জন্য অবশ্য ফি গুনতে হবে।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

আইএক্সএল
আন্তর্জাতিক ওয়েব প্ল্যাটফর্ম আইএক্সএল ডটকমে আছে প্রাক-কিন্ডারগার্টেন থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞানের নানা বিষয়ের প্রয়োজনীয় কনটেন্ট। এ ছাড়া ভাষা শিক্ষার ওপরও অনুশীলন করা যায়। এই ওয়েবসাইটের বিভিন্ন টিউটোরিয়াল থেকে প্রয়োজনীয় বিষয়গুলো শিখে নেওয়া যাবে। দরকারি এ ওয়েবসাইটটি ছাত্রছাত্রীদের জন্য বেশ কাজের।

ওয়েবসাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন।

শিক্ষা সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত