জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির এবারের ভর্তি পরীক্ষায় শিফট-বৈষম্য থাকছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। আজ সোমবার ভর্তি পরীক্ষার হল পরিদর্শনের পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘প্রতি শিফটে যতজন পরীক্ষা দেবে, তার ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের যে কয়টি আসন পাওয়ার কথা, সেটা দেওয়া হবে। যার ফলে শিফটভিত্তিক বৈষম্য এবার থাকবে না।’
গত বছরের ভর্তি পরীক্ষার ফল বিশ্লেষণ করলে শিফটভিত্তিক বৈষম্য স্পষ্ট হয়ে ওঠে। বিভিন্ন ইউনিটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ছাত্রদের ২২৩ আসনের জন্য চারটি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। এ ইউনিটে ছাত্রদের প্রথম শিফট থেকে ৪৫ জন, দ্বিতীয় শিফট থেকে ৪৮, তৃতীয় শিফট থেকে ১০৫ ও চতুর্থ শিফট থেকে মাত্র ২৫ জন মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। একই ইউনিটে ছাত্রীদের ২২৩টি আসনের বিপরীতে দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। ছাত্রীদের প্রথম শিফট থেকে ১৮৩ জন মেধাতালিকায় স্থান পেলেও দ্বিতীয় শিফট থেকে পেয়েছিলেন মাত্র ৪০ জন।
একই বছরের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রদের ১৫৫টি আসনের জন্য চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রদের প্রথম ও দ্বিতীয় শিফট থেকে ৩২ জন করে, তৃতীয় শিফট থেকে ৪৪ ও চতুর্থ শিফট থেকে ৪৭ জন মেধাতালিকায় স্থান পান। তবে এই ইউনিটের ছাত্রীদের ফলাফলে চরম বৈষম্য দেখা যায়। ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে প্রথম ও তৃতীয় শিফট থেকে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন ১৪৯ জন। অন্যদিকে দ্বিতীয় ও চতুর্থ শিফট থেকে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন মাত্র ছয়জন।
প্রতিবছরের মতো এবারও প্রতিটি ইউনিটে ভিন্ন ভিন্ন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে উপাচার্যের তথ্যমতে, এবার ফলাফলের ক্ষেত্রে প্রতি শিফট থেকে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় আনুপাতিক হারে মেধাতালিকা করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির এবারের ভর্তি পরীক্ষায় শিফট-বৈষম্য থাকছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। আজ সোমবার ভর্তি পরীক্ষার হল পরিদর্শনের পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘প্রতি শিফটে যতজন পরীক্ষা দেবে, তার ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের যে কয়টি আসন পাওয়ার কথা, সেটা দেওয়া হবে। যার ফলে শিফটভিত্তিক বৈষম্য এবার থাকবে না।’
গত বছরের ভর্তি পরীক্ষার ফল বিশ্লেষণ করলে শিফটভিত্তিক বৈষম্য স্পষ্ট হয়ে ওঠে। বিভিন্ন ইউনিটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ছাত্রদের ২২৩ আসনের জন্য চারটি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। এ ইউনিটে ছাত্রদের প্রথম শিফট থেকে ৪৫ জন, দ্বিতীয় শিফট থেকে ৪৮, তৃতীয় শিফট থেকে ১০৫ ও চতুর্থ শিফট থেকে মাত্র ২৫ জন মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। একই ইউনিটে ছাত্রীদের ২২৩টি আসনের বিপরীতে দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। ছাত্রীদের প্রথম শিফট থেকে ১৮৩ জন মেধাতালিকায় স্থান পেলেও দ্বিতীয় শিফট থেকে পেয়েছিলেন মাত্র ৪০ জন।
একই বছরের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রদের ১৫৫টি আসনের জন্য চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রদের প্রথম ও দ্বিতীয় শিফট থেকে ৩২ জন করে, তৃতীয় শিফট থেকে ৪৪ ও চতুর্থ শিফট থেকে ৪৭ জন মেধাতালিকায় স্থান পান। তবে এই ইউনিটের ছাত্রীদের ফলাফলে চরম বৈষম্য দেখা যায়। ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে প্রথম ও তৃতীয় শিফট থেকে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন ১৪৯ জন। অন্যদিকে দ্বিতীয় ও চতুর্থ শিফট থেকে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন মাত্র ছয়জন।
প্রতিবছরের মতো এবারও প্রতিটি ইউনিটে ভিন্ন ভিন্ন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে উপাচার্যের তথ্যমতে, এবার ফলাফলের ক্ষেত্রে প্রতি শিফট থেকে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় আনুপাতিক হারে মেধাতালিকা করা হবে।
শাকিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২৪ সালে তিনি রোটারি স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ পান। ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড রোটারি পিস সেন্টার হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। এ প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর শিক্ষার পাশাপাশি তিনি বিভিন্ন দেশের স্কলারদের...
৬ ঘণ্টা আগেমাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস—বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং প্রযুক্তি দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র। জীবনে অসংখ্য মানুষের ইন্টারভিউ নিয়েছেন তিনি, কিন্তু কখনো ভেবেছেন, তিনি যদি নিজেই কোনো চাকরির ইন্টারভিউ বোর্ডে হাজির হতেন, তাহলে কেমন হতো?
৬ ঘণ্টা আগেPre-listening & Prediction (গত সংখ্যার পর) ক। সম্ভাব্য উত্তরের ধরন বা প্রকার প্রশ্ন (গ্যাপ) এর আগে-পরের ব্যবহৃত শব্দ দেখে বুঝতে হবে যে সম্ভাব্য উত্তর কি হতে পারে। নিচে বিষয়টির বিশদ বর্ণনা করা হলো। [পর্ব-৯.৪ আগামী সংখ্যায়]
৬ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯৯৮-২০২৫ সালের ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
১৫ ঘণ্টা আগে