Ajker Patrika

সব প্রস্তুতি আছে, সুষ্ঠুভাবে এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০১
সব প্রস্তুতি আছে, সুষ্ঠুভাবে এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী 

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। 

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ আশাবাদ ব্যক্ত করেন। 

চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, 'আমাদের সমস্ত প্রিপারেশন আছে। বর্তমানে করোনা পরিস্থিতির যে অবস্থা; আশা করছি সময়মতো সুষ্ঠুভাবে সব পরীক্ষা সম্পন্ন হবে।' 

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গাছ রোপণ করবে। তারা গাছের পরিচর্যা করবে, এর মাধ্যমে তাদের মধ্যে যত্নশীলতার মানসিকতা গড়ে উঠবে। এরই ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়ে তুলবে। 

আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার শুধু নৈর্বাচনিক বিষয়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে। এরই মধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ডগুলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত