Ajker Patrika

এমআইএসটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভাইভা ১৬ মার্চ

শিক্ষা ডেস্ক
এমআইএসটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভাইভা ১৬ মার্চ

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়টির ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া নোটিশে এ ফল প্রকাশ করে কর্তৃপক্ষ।

নোটিশ উল্লেখ করা হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইভা শুরু হবে ১৬ ও ১৭ মার্চ। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। উত্তীর্ণ শিক্ষার্থীদের রোল নম্বর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল নোটিশে উল্লেখ রয়েছে।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি এমআইএসটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আবেদন চলে ২০ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়।

এবার শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। তবে দ্বিতীয়বার হিসেবে অংশ নেওয়া শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় ৫ শতাংশ নম্বর কাটা গেছে।

ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারে গণিতে ৯০, পদার্থে ৭০, রসায়নে ৩০ ও ইংরেজিতে ১০—মোট ২০০ নম্বরের প্রশ্ন ছিল। আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারে অঙ্কন ও আর্কিটেকচার সম্পৃক্ত বিষয়ে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমআইএসটির ভর্তি পরীক্ষার ফল দেখা যাবে এখানে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত