Ajker Patrika

কুবিতে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় জাককানইবিসাসের নিন্দা

প্রতিনিধি, জাককানইবি
আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৯: ১৫
কুবিতে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় জাককানইবিসাসের নিন্দা

গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস)। গতকাল রোববার বিকেলে জাককানইবিসাসের সভাপতি বদরুল আলম বিপুল ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে জাককানইবিসাস নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক শিক্ষার্থী মেধা তালিকায় ১২ তম স্থান অধিকার করে। এ তথ্য সংবাদমাধ্যমে দেওয়ার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহবুবুল হক ভুঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আবার ঠুনকো কারণ দেখিয়ে সহকারী অধ্যাপক কাজী আনিছের পদোন্নতি বাতিলের খবরও গণমাধ্যমে আসছে।

জাককানইবিসাস মনে করে, গণমাধ্যমে কে তথ্য দিয়েছে তা খোঁজ করাটা অনৈতিক। সুতরাং, তথ্য যিনিই দিক তিনি কোনো অন্যায় করেননি। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে, শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত পরিহারের দাবি জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত