নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘন ঘন শিক্ষাক্রম পরিবর্তনকে নেতিবাচক প্রবণতা বলেছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। এর ফলে শিক্ষা খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। শিক্ষাক্ষেত্রে এত বেশি পরীক্ষা-নিরীক্ষা না চালানোর পরামর্শ দিয়েছেন এই উন্নয়ন চিন্তাবিদ।
আজ বুধবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে গণসাক্ষরতা অভিযানের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাবেক সভাপতি কাজী খলীকুজ্জমান বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আমরা বেশি পরীক্ষা-নিরীক্ষা করছি। আমাদের ঠিক করতে হবে, আমরা কোন নীতি বাস্তবায়ন করব, কোন কারিকুলাম বাস্তবায়ন করব, কোন শিক্ষাক্রম বাস্তবায়ন করব। হ্যাঁ, চলার পথে কিছু পরিবর্তন তো হবেই, পরিবর্তন হবে, পরিমার্জন হবে। কিন্তু খোলনলচে কিছুদিন পরপর বদলে ফেলার ফলে আমাদের শিক্ষা খাতে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে।’
এ সময় নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী রুমানা আলী বলেন, ‘সব জায়গার অবস্থা এক রকম না। কিছু স্কুলে শিক্ষার্থী কম, সেখানে মূল্যায়ন করা সহজ, যে স্কুলে শিক্ষার্থী বেশি, সেখানে এটা করা কঠিন। তাই পরীক্ষার ব্যবস্থা থাকা জরুরি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। দুঃখজনক হলেও সত্য বিভিন্ন সমস্যায় শিক্ষকেরা যোগদান করে চলে যান। এটা রোধ করতে হবে। তাঁদের সুযোগ–সুবিধা বাড়াতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী খলীকুজ্জমান, বিভিন্ন জেলার শিক্ষার্থী, শিক্ষক নেতা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি।
ঘন ঘন শিক্ষাক্রম পরিবর্তনকে নেতিবাচক প্রবণতা বলেছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। এর ফলে শিক্ষা খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। শিক্ষাক্ষেত্রে এত বেশি পরীক্ষা-নিরীক্ষা না চালানোর পরামর্শ দিয়েছেন এই উন্নয়ন চিন্তাবিদ।
আজ বুধবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে গণসাক্ষরতা অভিযানের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাবেক সভাপতি কাজী খলীকুজ্জমান বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আমরা বেশি পরীক্ষা-নিরীক্ষা করছি। আমাদের ঠিক করতে হবে, আমরা কোন নীতি বাস্তবায়ন করব, কোন কারিকুলাম বাস্তবায়ন করব, কোন শিক্ষাক্রম বাস্তবায়ন করব। হ্যাঁ, চলার পথে কিছু পরিবর্তন তো হবেই, পরিবর্তন হবে, পরিমার্জন হবে। কিন্তু খোলনলচে কিছুদিন পরপর বদলে ফেলার ফলে আমাদের শিক্ষা খাতে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে।’
এ সময় নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী রুমানা আলী বলেন, ‘সব জায়গার অবস্থা এক রকম না। কিছু স্কুলে শিক্ষার্থী কম, সেখানে মূল্যায়ন করা সহজ, যে স্কুলে শিক্ষার্থী বেশি, সেখানে এটা করা কঠিন। তাই পরীক্ষার ব্যবস্থা থাকা জরুরি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। দুঃখজনক হলেও সত্য বিভিন্ন সমস্যায় শিক্ষকেরা যোগদান করে চলে যান। এটা রোধ করতে হবে। তাঁদের সুযোগ–সুবিধা বাড়াতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী খলীকুজ্জমান, বিভিন্ন জেলার শিক্ষার্থী, শিক্ষক নেতা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি।
রাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯৯৮-২০২৫ সালের ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
৮ ঘণ্টা আগেস্মৃতি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরে গেল স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫। স্মৃতির ভেলায় গৌরবের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো এই বর্ণাঢ্য আয়োজন।
১১ ঘণ্টা আগেইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশ শাখা ক্যাম্পাসে (১৬ এপ্রিল, বুধবার) বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পয়লা বৈশাখ উদ্যাপন করা হয়েছে।
২ দিন আগেবর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। দিনটি স্মরণীয় করে রাখার জন্য পয়লা বৈশাখের শুরু থেকে বিইউপির মনপুরা মাঠ এবং কনকোর্সে ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ দিন আগে