Ajker Patrika

উচ্চশিক্ষিত হয়েও তিনি গাড়ি চালকের পেশায়

ফারুক ছিদ্দিক, ঢাবি 
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১০: ০২
উচ্চশিক্ষিত হয়েও তিনি  গাড়ি চালকের পেশায়

উচ্চশিক্ষা শেষ করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গাড়িচালক হিসেবে সাধের চাকরি বেছে নেন নাটোরের ঝর্ণা কস্তা। সন্তানকে পড়াশোনার সুন্দর পরিবেশ দিতে ২০১৩ সাল থেকে এই নারী ঢাবি উপ-উপাচার্যের (শিক্ষা) গাড়ি চালাচ্ছেন বলে জানান আজকের পত্রিকাকে।

প্রশিক্ষণ নিয়ে এখন ড্রাইভিংই তাঁর পেশা। ঝর্ণা বলেন, ‘কেয়ার বাংলাদেশ-এ থাকা অবস্থায় আমাকে বলা হয়, যদি ড্রাইভিং পারি তাহলে ট্রান্সপোর্ট সুপারভাইজারের পদটা আমাকে দেওয়া হবে। আমি প্রশিক্ষণে অংশ নিই এবং ভালোভাবে তা শেষ করি। আমি কেয়ারে থাকা অবস্থায় বিয়ে করি। পরে জন্ম হয় ছেলে জেবিয়ারের। পরবর্তী সময়ে স্বামীর চাকরির সুবাদে ঢাকায় আসি। এর মধ্যে নাসরীন ম্যামের (ঢাবির সাবেক উপ-উপাচার্য) সঙ্গে ২০১৩ সালের এপ্রিলে পরিচয় হয়। অক্টোবরে আমি কাজে যোগ দিই।’

প্রায় সাত বছরের কাজের অভিজ্ঞতা নিয়ে ঝর্ণা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা খুবই সুন্দর জায়গা। এখানকার পরিবেশ ভালো। আমি আমার সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই এ এলাকায় গাড়ি চালাচ্ছি। এখানে শিক্ষার পরিবেশ খুব সুন্দর।’  

উচ্চশিক্ষা গ্রহণ করার পরেও কেন ড্রাইভিং, জানতে চাইলে ঝর্ণা বলেন, ‘শখের বসে পেশা হিসেবে গ্রহণ করেছি। আমি মনে করি, আমাকে দেখে অনেক নারীই এ পেশায় আসবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে অধ্যাপক ড. এ এস এম মকসুদ কামাল স্যারের গাড়ি চালাই। খুব ভালো অবস্থায় রয়েছি। স্যারের আচরণ ও মনমানসিকতা অনেক ভালো।’

ঝর্ণার গ্রামের বাড়ি নাটোরে। বনপাড়ার সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে ১৯৯৮ সালে এসএসসি পাস করে ভর্তি হন একই এলাকার শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি মহিলা কলেজে। সেখান থেকে এইচএসসি ও দুই বছরের ডিগ্রি পাস করে রাজশাহী সরকারি কলেজে মাস্টার্স করেন। ঝর্ণার একমাত্র বোন কাজ করেন সেভ দ্য চিলড্রেনে। আর ভাই কাজ করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সিসিটিভির মনিটরিংয়ে। স্বামী জেমস গোমেজও গাড়িচালক হিসেবে অস্ট্রেলিয়ান হাইকমিশনে (মাস্টাররোল) আছেন প্রায় দুই দশক ধরে। একমাত্র ছেলে জেবিয়ার সম্পদ গোমেজ উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

যারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদ

ফ্লাইট এক্সপার্ট: গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা হাতিয়েছেন এমডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত