Ajker Patrika

মার্কেটিংয়ে পড়লে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আরও ভালো করতেন বলে মনে করেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২: ৩৬
মার্কেটিংয়ে পড়লে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আরও ভালো করতেন বলে মনে করেন শিক্ষামন্ত্রী

মার্কেটিং বিষয়ে ডিগ্রি না থাকায় আক্ষেপ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মার্কেটিং বিষয়ে পড়াশোনা করলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশকে আরও ভালোভাবে তুলে ধরতে পারতেন বলে মনে করেন তিনি।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী রজতজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এমন আক্ষেপ করেন। 

দীপু মনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের আগে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। আমাদের দেশের রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, কিছু হলেই বলে দেশ বিক্রি করে দিয়েছি। আমাদের নিজেদের মধ্যেও এটা নিয়ে খুব হাসিঠাট্টা হতো। কথায় কথায় যে বিরোধী দল বলত দেশ বিক্রি করেছি, তো কত টাকায় বিক্রি হলো? আমার একসময় মনে হলো, আসলে এটা তো গালি না। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাজ ছিল আসলে সারা দুনিয়ার কাছে দেশটাকে তো বিক্রিই করা! আমার দেশে কী আছে, আমার দেশ কেমন, সেটাকে সবচেয়ে ভালোভাবে বিশ্বের কাছে তুলে ধরা। তবে আমার যদি মার্কেটিং বিষয়ে একটা ডিগ্রি থাকত, তাহলে সেই কাজটি আরও ভালোভাবে করতে পারতাম।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি মাঝে মাঝে যখন বিদেশে যাই, আমাদের প্রবাসী ভাইবোনদের যাঁরা প্রচণ্ড পরিশ্রম করছেন, তাঁদের সঙ্গে আমার কথা হয়। তখন একটা কথা বলি যে, তাঁরা বিদেশে একেকজন বাংলাদেশ। তাঁদের চলনবলন, কথাবার্তা, আচার-আচরণ সবকিছু দিয়েই বিশ্ব বাংলাদেশকে চেনে। কাজেই তাঁরা কোন বাংলাদেশকে পরিচিত করাতে চান, তাঁদের ঠিক করে নিতে হবে। আমরা যারা দেশে আছি, আমাদের ক্ষেত্রেও তাই। একেকজনকে নিয়েই আমাদের এই বাংলাদেশ।’

এর আগে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। 

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অন্যদের মধ্যে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ তান্না, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত