Ajker Patrika

রোববার প্রকাশ হতে পারে এসএসসি পরীক্ষার সময়সূচি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোববার প্রকাশ হতে পারে এসএসসি পরীক্ষার সময়সূচি 

চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি এরই মধ্যেই প্রকাশ করা হলেও এখনো এসএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ হয়নি। তবে আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ করা হতে পারে। 

এসএসসি পরীক্ষার সূচি বিষয়ে এরই মধ্যে চার রকমের তারিখ দিয়ে চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। 

তিনি বলেন, আমরা চার রকমের তারিখ দিয়ে চারটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে যেটাতে টিক দেওয়া হয় আমরা সেটা প্রকাশ করি। আমরা এ বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাইনি। রোববার সেটা পেতে পারি। 

দাখিল আর এসএসসি পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা আলাদা আলাদা শাখা তাই একই সঙ্গে শুরু হবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন প্রতিবারের মতো এবারও এসএসসি এবং দাখিল পরীক্ষা একইদিনে শুরু হবে। 

এদিকে গতকাল দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী আগামী ১৪ নভেম্বর দাখিলের পরীক্ষা শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত