Ajker Patrika

জাপানে উচ্চশিক্ষার জন্য হোনজো স্কলারশিপ

সহায়িকা ডেস্ক
আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৩: ৪০
জাপানে উচ্চশিক্ষার জন্য হোনজো স্কলারশিপ

জাপানের অন্যতম একটি স্কলারশিপ হলো ‘হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ’। ২০২২ সালের জন্য এই স্কলারশিপের আবেদন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। জাপানে পড়াশোনা করতে আগ্রহী পৃথিবীর যেকোনো দেশের শিক্ষার্থী হোনজো স্কলারশিপ ২০২২-এর জন্য আবেদন করতে পারবেন।

উচ্চশিক্ষার জন্য এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে জাপানের যেকোনো বিশ্ববিদ্যালয়ে, যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করা যাবে।

সারা পৃথিবীর মেধাবী শিক্ষার্থীদের আকষর্ণ করতে এ স্কলারশিপ দেওয়া হয়।

যোগ্যতা
১. জাপান ব্যতীত অন্য কোনো দেশের নাগরিক হতে হবে।
২. স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৩. পিএইচডি ডিগ্রির আবেদন করতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. বয়স স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৩০ বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
৫. জাপানি ভাষায় নিয়মিত কথা বলার মতো দক্ষতা থাকতে হবে। সাক্ষাৎকার জাপানি ভাষায় নেওয়া হবে।

কোর্সের নাম 
আগ্রহ অনুসারে শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিষয় বাছাই করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। নিচে কয়েকটি মেজর কোর্সের নাম উল্লেখ করা হলো:
১. বিজ্ঞান
২. সামাজিক বিজ্ঞান
৩. সাধারণ বিজ্ঞান
৪. প্রাকৃতিক বিজ্ঞান
৫. প্রকৌশল ও প্রযুক্তি
৬. ব্যবসায় ও বাণিজ্য
৭. মানবিক
৮. কলা
৯. আইন
১০. অন্যান্য।

প্রয়োজনীয় ডকুমেন্টস
১. শিক্ষার সনদ
২. রিসার্চ প্রপোজাল
৩. রিকমেন্ডেশন লেটার (প্রশংসকারীকে সরাসরি [email protected] ই-মেইলে জমা দিতে হবে)
৪. ভর্তির চিঠি।

আবেদন করতে
অনলাইনে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টের পিডিএফ ফাইল আপলোড করতে হবে। 

সুযোগ-সুবিধা
১. এক বা দুই বছরের জন্য মাসিক ২,০০,০০০ ইয়েন। 
২. তিন বছরের জন্য মাসিক ১,৮০,০০০ ইয়েন।
৩. ৪ অথবা ৫ বছরের জন্য মাসিক ১,৫০,০০০ ইয়েন।

আবেদন শুরু: ১ সেপ্টেম্বর, ২০২১।
আবেদনের সময় শেষ: ৩১ অক্টোবর, ২০২১। 
বিস্তারিত জানতে ও আবেদন করতে: https://www.careershelpdesk.com/honjo-international-scholarships-2021-for-international-students-study-in-japan/

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত