Ajker Patrika

 ‘সাংবাদিকতা শিখতে পূর্ণকালীন শিক্ষার্থী হওয়া জরুরি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ‘সাংবাদিকতা শিখতে পূর্ণকালীন শিক্ষার্থী হওয়া জরুরি’

বর্তমানে সাংবাদিকতায় অধ্যয়নরত শিক্ষার্থীরা মনে করে হালকা পড়াশোনা করলেই সাংবাদিকতা শেখা যাবে। কিন্তু বিষয়টি আসলেই ভিন্ন। সবচেয়ে বড় খারাপ লাগার বিষয় হলো, এসব শিক্ষার্থী নিজেদের পূর্ণকালীন শিক্ষার্থী ভাবেন না। তাঁরা সাংবাদিকতার বাইরে অন্য বিষয়ে মগ্ন থাকেন। তাই যথাযথভাবে সাংবাদিকতা শিখতে শিক্ষার্থীরা নিজেদের পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে গণ্য করার আহ্বান জানিয়েছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান।

আজ রোববার দুপুরে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত দুদিনব্যাপী ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

ড. গোলাম রহমান বলেন, বর্তমানে শিক্ষার্থীরা আগের মতো পড়াশোনা করছে না। তারা সারাক্ষণ নিজেদের মোবাইল নিয়ে ব্যস্ত। এটা আমাদের জন্য খুব অ্যালার্মিং একটা বিষয়। বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে তাকালে আমরা দেখতে পাই, তারা সব সময় নিজেদের পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে গণ্য করে এবং সব সময়ই পড়াশোনায় মগ্ন থাকে। তিনি বলেন, বাংলাদেশে নতুন নতুন পত্রিকা বাজারে আসছে; কিন্তু সেভাবে সার্কুলেশন পাচ্ছে না। তবে এ ক্ষেত্রে আজকের পত্রিকা বিস্ময় দেখিয়েছে। বাজারে আসার মাত্র সাড়ে তিন মাসের মধ্যে পত্রিকাটি সর্বাধিক সার্কুলেশনের দিক থেকে দেশের তিন নম্বর অবস্থানে চলে এসেছে। অনেক পত্রিকা আছে, যারা অনেক সার্কুলেশন হচ্ছে বলে প্রকাশ করলেও আসলে বাস্তবতা অনেক ভিন্ন। 

এ সময় তিনি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে শিখতে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন। 

গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শেখ শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুল ইসলাম এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত