সৌদি আরবের মধ্যাঞ্চলে মৌসুমি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ায় ছয়টি স্কুলকে তিন দিন পর্যন্ত সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে অনলাইন ক্লাস চালু করার নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আল কাসিম অঞ্চলের অন্তর্ভুক্ত আল মিঠনাব প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে গত মঙ্গলবার থেকে এ বন্ধ কার্যকর করা হয়েছে। সৌদি আরবের খর্মার উত্তরাঞ্চলের স্কুলগুলোর শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে মৌসুমি সংক্রামক রোগ ছড়িয়ে পড়লে ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে সতর্কতা জানায়।
যে স্কুলগুলোতে শ্রেণি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, সেগুলোকে জীবাণুমুক্ত করা হচ্ছে। আগামী রোববার থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম চালু করা হবে। স্কুলগুলোতে ছড়িয়ে পড়া ভাইরাসটি মৌসুমি বলে ধারণা করা হচ্ছে। সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংক্রমণের প্রথম দিনেই প্রায় ১৪০ জন আক্রান্ত হয় এবং পরের দিন আরও ৭০ জন আক্রান্ত হয়। শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে মোট ৩০০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আল কাসিমের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুসারে, এই ভাইরাসটি মৌসুমি এবং এ নিয়ে বিশেষ চিন্তা করার কিছু নেই। সৌদি আরবের সংবাদমাধ্যম ওকাজের প্রতিবেদনে বলা হয়, ‘বিশেষ বিবেচনায় শ্রেণি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত ২০ আগস্ট গ্রীষ্মকালীন ছুটি শেষে সৌদি আরবজুড়ে প্রায় ৬০ লাখ শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফেরে।
সৌদি আরবের শিক্ষাব্যবস্থায় ৩৮ সপ্তাহে ৩টি সেমিস্টার এবং ৬০ দিনের সরকারি ছুটি ও ৬৮ দিনের গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। সরকারি হিসেবে ১৬ নভেম্বর পর্যন্ত প্রথম সেমিস্টার চলে। এর ১০ দিন পরই দ্বিতীয় সেমিস্টার শুরু হয় এবং তা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। তৃতীয় সেমিস্টার ৩ মার্চ শুরু হয়ে ১০ জুন শেষ পর্যন্ত স্থায়ী হয়।
সৌদি আরবের মধ্যাঞ্চলে মৌসুমি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ায় ছয়টি স্কুলকে তিন দিন পর্যন্ত সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে অনলাইন ক্লাস চালু করার নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আল কাসিম অঞ্চলের অন্তর্ভুক্ত আল মিঠনাব প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে গত মঙ্গলবার থেকে এ বন্ধ কার্যকর করা হয়েছে। সৌদি আরবের খর্মার উত্তরাঞ্চলের স্কুলগুলোর শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে মৌসুমি সংক্রামক রোগ ছড়িয়ে পড়লে ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে সতর্কতা জানায়।
যে স্কুলগুলোতে শ্রেণি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, সেগুলোকে জীবাণুমুক্ত করা হচ্ছে। আগামী রোববার থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম চালু করা হবে। স্কুলগুলোতে ছড়িয়ে পড়া ভাইরাসটি মৌসুমি বলে ধারণা করা হচ্ছে। সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংক্রমণের প্রথম দিনেই প্রায় ১৪০ জন আক্রান্ত হয় এবং পরের দিন আরও ৭০ জন আক্রান্ত হয়। শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে মোট ৩০০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আল কাসিমের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুসারে, এই ভাইরাসটি মৌসুমি এবং এ নিয়ে বিশেষ চিন্তা করার কিছু নেই। সৌদি আরবের সংবাদমাধ্যম ওকাজের প্রতিবেদনে বলা হয়, ‘বিশেষ বিবেচনায় শ্রেণি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত ২০ আগস্ট গ্রীষ্মকালীন ছুটি শেষে সৌদি আরবজুড়ে প্রায় ৬০ লাখ শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফেরে।
সৌদি আরবের শিক্ষাব্যবস্থায় ৩৮ সপ্তাহে ৩টি সেমিস্টার এবং ৬০ দিনের সরকারি ছুটি ও ৬৮ দিনের গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। সরকারি হিসেবে ১৬ নভেম্বর পর্যন্ত প্রথম সেমিস্টার চলে। এর ১০ দিন পরই দ্বিতীয় সেমিস্টার শুরু হয় এবং তা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। তৃতীয় সেমিস্টার ৩ মার্চ শুরু হয়ে ১০ জুন শেষ পর্যন্ত স্থায়ী হয়।
আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ও শাবিপ্রবির পক্ষে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন তিনি। সেখানে সায়েম তাঁর গবেষণা "Synthesis and Characterization of Nanocellulose Phosphate as a Novel Biomaterial for Bone Tissue Engineering" বিষয়ে উপস্থাপন করবেন, যা হাড়ের...
১৮ ঘণ্টা আগেপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ-সংক্রান্ত পত্র দিয়েছে দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে...
১ দিন আগেআইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বৃহস্পতিবার গোপালগঞ্জ ছাড়া অন্যান্য জেলার আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পরীক্ষা চলবে।
২ দিন আগেনিউজিল্যান্ডে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বে যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৩ দিন আগে