মমতাজ জাহান মম
আইইএলটিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে স্পিকিং পার্ট-২। এই অংশ বর্ণনামূলক হয়ে থাকে। পরীক্ষক আপনাকে একটি নির্দিষ্ট বিষয় দেবেন। যে বিষয়ের ওপর দেড় থেকে দুই মিনিট কথা বলতে হবে। পরীক্ষক বিষয়টি কম্পিউটারের স্ক্রিনে দেখাবেন।
আপনাকে ওই বিষয়ের ওপর ভাবার জন্য ১ মিনিট সময় দেওয়া হবে। ওই ১ মিনিটের মধ্যে টপিকের ওপর কী বলবেন, তা ভাবতে হবে। পরীক্ষার কক্ষে টেবিলে পেনসিল ও টুকরা কাগজ থাকবে। কাগজে পেনসিল দিয়ে ভোকাবুলারি লিখে ফেলতে পারেন, কী বলবেন তা-ও সংক্ষেপে গুছিয়ে ফেলতে পারেন। মনে রাখবেন, স্পিকিংয়ে ভালো করতে হলে এ পার্টে গুরুত্ব দিতে হবে। এখানে পরীক্ষক আপনার শব্দভান্ডার, বাক্যের ব্যবহার, কথা বলার পরিচ্ছন্নতা খেয়াল করবেন।
যেভাবে স্পিকিং পার্ট-২-এ ভালো করবেন
স্পিকিং পার্ট-২-এ পরীক্ষক দৈনন্দিন যেকোনো ঘটনার ওপর একটি বিষয় দিতে পারেন। যেমন—
■ Describe a book you have recently read
■ Describe a time of the day you like
■ Describe a person you know who is kind
এ ধরনের নির্দিষ্ট কিছু পাওয়ার পর আপনার টপিকের নিচে কিছু ছোট প্রশ্ন দেওয়া থাকবে। কীভাবে, কে, কোথায়, কখন ঘটেছিল—এমন বর্ণনা করতে হবে। স্পিকিংয়ের পার্ট-২-এ গল্প আকারে পরীক্ষককে আপনার জীবনসম্পর্কিত কথা সাজিয়ে তুলে ধরতে পারেন। অনেক সময় দেখা যায়, স্পিকিংয়ে নতুনেরা দুই মিনিট কথা বলতে হবে ভেবে ভয় পেয়ে যান। কিন্তু একবার কথা শুরু করলে দুই মিনিট কীভাবে শেষ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। পরীক্ষক তাঁর ইচ্ছা অনুযায়ী দেড় মিনিটেও আপনাকে থামিয়ে দিতে পারেন। অথবা দুই মিনিট পার হলে পরীক্ষক ‘Okay’ বলে বা ইশারা করে আপনাকে থামিয়ে দেবেন। পরীক্ষক আপনাকে কথার মাঝে থামিয়ে দিলেও একদম ভয় পাবেন না।
প্রয়োজনীয় কিছু টিপস
■ নিজের সঙ্গে অথবা স্পিকিং সঙ্গীর সঙ্গে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে হবে।
■ কিছু বই পড়তে পারেন। যেমন—মাক্কার আইইএলটিএস, সাইমন স্পিকিং।
■ কিছু অনলাইনের ওয়েবসাইট অনুসরণ করতে পারেন। যেমন—আইইএলটিএস লিজ এবং ইংলিশ স্পিকিং সাক্সেস (Keith Speaking Academy)
■ ইউটিউব চ্যানেল অনুসরণ করতে পারেন। এতে আপনার ভোকাবুলারি দক্ষতা বাড়বে।
■ দৈনিক স্পিকিং পার্ট-২-এর একটি বা দুটি করে টপিক অনুশীলন করুন এবং আপনার স্পিচ রেকর্ড করুন। এরপর নিজের ভুলগুলো যাচাই করুন।
■ নিজের অবস্থান জানতে মক টেস্টে বসতে পারেন। এ ক্ষেত্রে মেন্টরস অথবা যেকোনো আইইএলটিএস সেন্টার বেছে নিতে পারেন।
■ কথা বলার সময় একই শব্দের বিভিন্ন প্রতিশব্দ ব্যবহার করবেন। ধরুন, একবার Beautiful বললেন, পরে অন্য শব্দ ব্যবহার করুন। যেমন— Mesmerizing, Amazing।
■ কথা বলার সময় মুখে মৃদু হাসি রাখুন। ঘাবড়ে যাবেন না। পরীক্ষক আপনার কথা শুনবেন ও শব্দভান্ডার, ব্যাকরণের ব্যবহার দেখবেন। তাই নার্ভাস না হয়ে আপনার ফ্লুয়েন্সি ও কোহেরেন্সে নজর দিন।
আইইএলটিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে স্পিকিং পার্ট-২। এই অংশ বর্ণনামূলক হয়ে থাকে। পরীক্ষক আপনাকে একটি নির্দিষ্ট বিষয় দেবেন। যে বিষয়ের ওপর দেড় থেকে দুই মিনিট কথা বলতে হবে। পরীক্ষক বিষয়টি কম্পিউটারের স্ক্রিনে দেখাবেন।
আপনাকে ওই বিষয়ের ওপর ভাবার জন্য ১ মিনিট সময় দেওয়া হবে। ওই ১ মিনিটের মধ্যে টপিকের ওপর কী বলবেন, তা ভাবতে হবে। পরীক্ষার কক্ষে টেবিলে পেনসিল ও টুকরা কাগজ থাকবে। কাগজে পেনসিল দিয়ে ভোকাবুলারি লিখে ফেলতে পারেন, কী বলবেন তা-ও সংক্ষেপে গুছিয়ে ফেলতে পারেন। মনে রাখবেন, স্পিকিংয়ে ভালো করতে হলে এ পার্টে গুরুত্ব দিতে হবে। এখানে পরীক্ষক আপনার শব্দভান্ডার, বাক্যের ব্যবহার, কথা বলার পরিচ্ছন্নতা খেয়াল করবেন।
যেভাবে স্পিকিং পার্ট-২-এ ভালো করবেন
স্পিকিং পার্ট-২-এ পরীক্ষক দৈনন্দিন যেকোনো ঘটনার ওপর একটি বিষয় দিতে পারেন। যেমন—
■ Describe a book you have recently read
■ Describe a time of the day you like
■ Describe a person you know who is kind
এ ধরনের নির্দিষ্ট কিছু পাওয়ার পর আপনার টপিকের নিচে কিছু ছোট প্রশ্ন দেওয়া থাকবে। কীভাবে, কে, কোথায়, কখন ঘটেছিল—এমন বর্ণনা করতে হবে। স্পিকিংয়ের পার্ট-২-এ গল্প আকারে পরীক্ষককে আপনার জীবনসম্পর্কিত কথা সাজিয়ে তুলে ধরতে পারেন। অনেক সময় দেখা যায়, স্পিকিংয়ে নতুনেরা দুই মিনিট কথা বলতে হবে ভেবে ভয় পেয়ে যান। কিন্তু একবার কথা শুরু করলে দুই মিনিট কীভাবে শেষ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। পরীক্ষক তাঁর ইচ্ছা অনুযায়ী দেড় মিনিটেও আপনাকে থামিয়ে দিতে পারেন। অথবা দুই মিনিট পার হলে পরীক্ষক ‘Okay’ বলে বা ইশারা করে আপনাকে থামিয়ে দেবেন। পরীক্ষক আপনাকে কথার মাঝে থামিয়ে দিলেও একদম ভয় পাবেন না।
প্রয়োজনীয় কিছু টিপস
■ নিজের সঙ্গে অথবা স্পিকিং সঙ্গীর সঙ্গে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে হবে।
■ কিছু বই পড়তে পারেন। যেমন—মাক্কার আইইএলটিএস, সাইমন স্পিকিং।
■ কিছু অনলাইনের ওয়েবসাইট অনুসরণ করতে পারেন। যেমন—আইইএলটিএস লিজ এবং ইংলিশ স্পিকিং সাক্সেস (Keith Speaking Academy)
■ ইউটিউব চ্যানেল অনুসরণ করতে পারেন। এতে আপনার ভোকাবুলারি দক্ষতা বাড়বে।
■ দৈনিক স্পিকিং পার্ট-২-এর একটি বা দুটি করে টপিক অনুশীলন করুন এবং আপনার স্পিচ রেকর্ড করুন। এরপর নিজের ভুলগুলো যাচাই করুন।
■ নিজের অবস্থান জানতে মক টেস্টে বসতে পারেন। এ ক্ষেত্রে মেন্টরস অথবা যেকোনো আইইএলটিএস সেন্টার বেছে নিতে পারেন।
■ কথা বলার সময় একই শব্দের বিভিন্ন প্রতিশব্দ ব্যবহার করবেন। ধরুন, একবার Beautiful বললেন, পরে অন্য শব্দ ব্যবহার করুন। যেমন— Mesmerizing, Amazing।
■ কথা বলার সময় মুখে মৃদু হাসি রাখুন। ঘাবড়ে যাবেন না। পরীক্ষক আপনার কথা শুনবেন ও শব্দভান্ডার, ব্যাকরণের ব্যবহার দেখবেন। তাই নার্ভাস না হয়ে আপনার ফ্লুয়েন্সি ও কোহেরেন্সে নজর দিন।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৫ সেশনে ভর্তি শুরু হয়েছে। এই ইউনিভার্সিটি ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।
৬ ঘণ্টা আগেবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠ
১০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানার্জন করেন না, বরং গবেষণা, বিশ্লেষণ ও নানা স্কিল গঠনের সুযোগ পান। এই দক্ষতাগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাসাইনমেন্ট তৈরি। অ্যাসাইনমেন্ট শুধু পরীক্ষার বিকল্প কিংবা নম্বর তোলার মাধ্যম নয়, বরং এটি একজন শিক্ষার্থী
২০ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেনশিয়াল বৃত্তি ২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের তহবিলযুক্ত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। প্রতি বছর শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে