মমতাজ জাহান মম
আইইএলটিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে স্পিকিং পার্ট-২। এই অংশ বর্ণনামূলক হয়ে থাকে। পরীক্ষক আপনাকে একটি নির্দিষ্ট বিষয় দেবেন। যে বিষয়ের ওপর দেড় থেকে দুই মিনিট কথা বলতে হবে। পরীক্ষক বিষয়টি কম্পিউটারের স্ক্রিনে দেখাবেন।
আপনাকে ওই বিষয়ের ওপর ভাবার জন্য ১ মিনিট সময় দেওয়া হবে। ওই ১ মিনিটের মধ্যে টপিকের ওপর কী বলবেন, তা ভাবতে হবে। পরীক্ষার কক্ষে টেবিলে পেনসিল ও টুকরা কাগজ থাকবে। কাগজে পেনসিল দিয়ে ভোকাবুলারি লিখে ফেলতে পারেন, কী বলবেন তা-ও সংক্ষেপে গুছিয়ে ফেলতে পারেন। মনে রাখবেন, স্পিকিংয়ে ভালো করতে হলে এ পার্টে গুরুত্ব দিতে হবে। এখানে পরীক্ষক আপনার শব্দভান্ডার, বাক্যের ব্যবহার, কথা বলার পরিচ্ছন্নতা খেয়াল করবেন।
যেভাবে স্পিকিং পার্ট-২-এ ভালো করবেন
স্পিকিং পার্ট-২-এ পরীক্ষক দৈনন্দিন যেকোনো ঘটনার ওপর একটি বিষয় দিতে পারেন। যেমন—
■ Describe a book you have recently read
■ Describe a time of the day you like
■ Describe a person you know who is kind
এ ধরনের নির্দিষ্ট কিছু পাওয়ার পর আপনার টপিকের নিচে কিছু ছোট প্রশ্ন দেওয়া থাকবে। কীভাবে, কে, কোথায়, কখন ঘটেছিল—এমন বর্ণনা করতে হবে। স্পিকিংয়ের পার্ট-২-এ গল্প আকারে পরীক্ষককে আপনার জীবনসম্পর্কিত কথা সাজিয়ে তুলে ধরতে পারেন। অনেক সময় দেখা যায়, স্পিকিংয়ে নতুনেরা দুই মিনিট কথা বলতে হবে ভেবে ভয় পেয়ে যান। কিন্তু একবার কথা শুরু করলে দুই মিনিট কীভাবে শেষ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। পরীক্ষক তাঁর ইচ্ছা অনুযায়ী দেড় মিনিটেও আপনাকে থামিয়ে দিতে পারেন। অথবা দুই মিনিট পার হলে পরীক্ষক ‘Okay’ বলে বা ইশারা করে আপনাকে থামিয়ে দেবেন। পরীক্ষক আপনাকে কথার মাঝে থামিয়ে দিলেও একদম ভয় পাবেন না।
প্রয়োজনীয় কিছু টিপস
■ নিজের সঙ্গে অথবা স্পিকিং সঙ্গীর সঙ্গে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে হবে।
■ কিছু বই পড়তে পারেন। যেমন—মাক্কার আইইএলটিএস, সাইমন স্পিকিং।
■ কিছু অনলাইনের ওয়েবসাইট অনুসরণ করতে পারেন। যেমন—আইইএলটিএস লিজ এবং ইংলিশ স্পিকিং সাক্সেস (Keith Speaking Academy)
■ ইউটিউব চ্যানেল অনুসরণ করতে পারেন। এতে আপনার ভোকাবুলারি দক্ষতা বাড়বে।
■ দৈনিক স্পিকিং পার্ট-২-এর একটি বা দুটি করে টপিক অনুশীলন করুন এবং আপনার স্পিচ রেকর্ড করুন। এরপর নিজের ভুলগুলো যাচাই করুন।
■ নিজের অবস্থান জানতে মক টেস্টে বসতে পারেন। এ ক্ষেত্রে মেন্টরস অথবা যেকোনো আইইএলটিএস সেন্টার বেছে নিতে পারেন।
■ কথা বলার সময় একই শব্দের বিভিন্ন প্রতিশব্দ ব্যবহার করবেন। ধরুন, একবার Beautiful বললেন, পরে অন্য শব্দ ব্যবহার করুন। যেমন— Mesmerizing, Amazing।
■ কথা বলার সময় মুখে মৃদু হাসি রাখুন। ঘাবড়ে যাবেন না। পরীক্ষক আপনার কথা শুনবেন ও শব্দভান্ডার, ব্যাকরণের ব্যবহার দেখবেন। তাই নার্ভাস না হয়ে আপনার ফ্লুয়েন্সি ও কোহেরেন্সে নজর দিন।
আইইএলটিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে স্পিকিং পার্ট-২। এই অংশ বর্ণনামূলক হয়ে থাকে। পরীক্ষক আপনাকে একটি নির্দিষ্ট বিষয় দেবেন। যে বিষয়ের ওপর দেড় থেকে দুই মিনিট কথা বলতে হবে। পরীক্ষক বিষয়টি কম্পিউটারের স্ক্রিনে দেখাবেন।
আপনাকে ওই বিষয়ের ওপর ভাবার জন্য ১ মিনিট সময় দেওয়া হবে। ওই ১ মিনিটের মধ্যে টপিকের ওপর কী বলবেন, তা ভাবতে হবে। পরীক্ষার কক্ষে টেবিলে পেনসিল ও টুকরা কাগজ থাকবে। কাগজে পেনসিল দিয়ে ভোকাবুলারি লিখে ফেলতে পারেন, কী বলবেন তা-ও সংক্ষেপে গুছিয়ে ফেলতে পারেন। মনে রাখবেন, স্পিকিংয়ে ভালো করতে হলে এ পার্টে গুরুত্ব দিতে হবে। এখানে পরীক্ষক আপনার শব্দভান্ডার, বাক্যের ব্যবহার, কথা বলার পরিচ্ছন্নতা খেয়াল করবেন।
যেভাবে স্পিকিং পার্ট-২-এ ভালো করবেন
স্পিকিং পার্ট-২-এ পরীক্ষক দৈনন্দিন যেকোনো ঘটনার ওপর একটি বিষয় দিতে পারেন। যেমন—
■ Describe a book you have recently read
■ Describe a time of the day you like
■ Describe a person you know who is kind
এ ধরনের নির্দিষ্ট কিছু পাওয়ার পর আপনার টপিকের নিচে কিছু ছোট প্রশ্ন দেওয়া থাকবে। কীভাবে, কে, কোথায়, কখন ঘটেছিল—এমন বর্ণনা করতে হবে। স্পিকিংয়ের পার্ট-২-এ গল্প আকারে পরীক্ষককে আপনার জীবনসম্পর্কিত কথা সাজিয়ে তুলে ধরতে পারেন। অনেক সময় দেখা যায়, স্পিকিংয়ে নতুনেরা দুই মিনিট কথা বলতে হবে ভেবে ভয় পেয়ে যান। কিন্তু একবার কথা শুরু করলে দুই মিনিট কীভাবে শেষ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। পরীক্ষক তাঁর ইচ্ছা অনুযায়ী দেড় মিনিটেও আপনাকে থামিয়ে দিতে পারেন। অথবা দুই মিনিট পার হলে পরীক্ষক ‘Okay’ বলে বা ইশারা করে আপনাকে থামিয়ে দেবেন। পরীক্ষক আপনাকে কথার মাঝে থামিয়ে দিলেও একদম ভয় পাবেন না।
প্রয়োজনীয় কিছু টিপস
■ নিজের সঙ্গে অথবা স্পিকিং সঙ্গীর সঙ্গে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে হবে।
■ কিছু বই পড়তে পারেন। যেমন—মাক্কার আইইএলটিএস, সাইমন স্পিকিং।
■ কিছু অনলাইনের ওয়েবসাইট অনুসরণ করতে পারেন। যেমন—আইইএলটিএস লিজ এবং ইংলিশ স্পিকিং সাক্সেস (Keith Speaking Academy)
■ ইউটিউব চ্যানেল অনুসরণ করতে পারেন। এতে আপনার ভোকাবুলারি দক্ষতা বাড়বে।
■ দৈনিক স্পিকিং পার্ট-২-এর একটি বা দুটি করে টপিক অনুশীলন করুন এবং আপনার স্পিচ রেকর্ড করুন। এরপর নিজের ভুলগুলো যাচাই করুন।
■ নিজের অবস্থান জানতে মক টেস্টে বসতে পারেন। এ ক্ষেত্রে মেন্টরস অথবা যেকোনো আইইএলটিএস সেন্টার বেছে নিতে পারেন।
■ কথা বলার সময় একই শব্দের বিভিন্ন প্রতিশব্দ ব্যবহার করবেন। ধরুন, একবার Beautiful বললেন, পরে অন্য শব্দ ব্যবহার করুন। যেমন— Mesmerizing, Amazing।
■ কথা বলার সময় মুখে মৃদু হাসি রাখুন। ঘাবড়ে যাবেন না। পরীক্ষক আপনার কথা শুনবেন ও শব্দভান্ডার, ব্যাকরণের ব্যবহার দেখবেন। তাই নার্ভাস না হয়ে আপনার ফ্লুয়েন্সি ও কোহেরেন্সে নজর দিন।
আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ও শাবিপ্রবির পক্ষে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন তিনি। সেখানে সায়েম তাঁর গবেষণা "Synthesis and Characterization of Nanocellulose Phosphate as a Novel Biomaterial for Bone Tissue Engineering" বিষয়ে উপস্থাপন করবেন, যা হাড়ের...
১৮ ঘণ্টা আগেপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ-সংক্রান্ত পত্র দিয়েছে দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে...
১ দিন আগেআইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বৃহস্পতিবার গোপালগঞ্জ ছাড়া অন্যান্য জেলার আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পরীক্ষা চলবে।
২ দিন আগেনিউজিল্যান্ডে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বে যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৩ দিন আগে