Ajker Patrika

হেফাজতকে পাঠ্যক্রম সংশোধনের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেফাজতকে পাঠ্যক্রম সংশোধনের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত ইসলামকে পাঠ্যক্রমে সংশোধন আনার আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে হেফাজত ইসলামের নেতাদের তিনি এ আশ্বাস দেন। 

দীর্ঘক্ষণ আলোচনায় হেফাজত নেতারা পাঠ্যপুস্তক নিয়ে তাঁদের বিভিন্ন পর্যবেক্ষণ শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেন। 

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের যে পর্যবেক্ষণগুলো তুলে ধরেছেন তার যৌক্তিক নানা যে দিক আছে তা আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে, পাঠ্যক্রমে সংশোধন করে সমাধান করব। আগামীতেও সবার সঙ্গে আমাদের আলোচনা চলমান থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘পাঠ্যপুস্তকে ঈমান আকিদা–বিরোধী বিতর্কিত কোনো বিষয় যাতে না থাকে এ ব্যাপারে বর্তমান সরকার যত্নশীল, তবে দক্ষতা অর্জনের প্রশ্নে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানের মূল নীতিমালার সঙ্গে সন্নিবেশিত কোনো পাঠ্য, উপাত্ত বা তথ্যের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা সামাজিক প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে আমরা আপস করব না।’ 

বৈঠক শেষে হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের সব কথা অত্যন্ত গুরুত্বসহকারে শুনেছেন। তাঁর সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং সমস্যাসমূহ সমাধানের বিষয়ে আশ্বস্ত হয়েছি, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।’ 

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও লালখান বাজার মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি হারুন ইযহার নেতৃত্বের বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনীর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত