Ajker Patrika

হবিগঞ্জ কৃষি বিদ্যালয়ে প্রথম ভর্তির কার্যক্রম শুরু মঙ্গলবার 

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ কৃষি বিদ্যালয়ে প্রথম ভর্তির কার্যক্রম শুরু মঙ্গলবার 

হবিগঞ্জ কৃষি বিদ্যালয়ে প্রথম শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শুরু করা হবে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাসেত। 

জানা গেছে, ২০২০ সালে জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন পাশ করা হয়। ২০২১ সালের ২৩ মার্চ সর্বপ্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর আব্দুল বাসেত। বর্তমানে হবিগঞ্জ শহরতলির ভাদৈ নামকস্থানে ভাড়া নেওয়া দুটি ভবনে অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু হবে। অনুমোদন পাওয়ার কার্যক্রম শুরু করা হচ্ছে। 

উপাচার্য বলেন, মঙ্গলবার থেকে টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্য ও প্রাণী চিকিৎসা ও প্রাণী সম্পদ অনুষদে মোট ৯০ শিক্ষার্থীকে ভর্তি করানো হবে। শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন। 

উপাচার্য আরও বলেন, আগামী বছরের জানুয়ারি মাসে শিক্ষাদান কার্যক্রম শুরু হতে পারে। এর আগেই শিক্ষক নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দেশের ৪৯ তম পাবলিক ও ষষ্ঠ কৃষি বিশ্ববিদ্যালয়। 

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জে অনুষ্ঠিত এক জনসভায় বিশ্ববিদ্যালয়টি স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত