Ajker Patrika

পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে মৎস্য বিজ্ঞানে স্নাতকদের অন্তর্ভুক্তির দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৭: ৫০
পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তিতে মৎস্য বিজ্ঞানে স্নাতকদের অন্তর্ভুক্তির দাবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে মৎস্য বিজ্ঞান থেকে স্নাতকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরের নন-ক্যাডার নিয়োগ বিধিমালা-২০২০ সংশোধনের দাবিও জানানো হয়েছে। 

মৎস্য বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তোহরা হক দোলন বলেন, আমি অনেক স্বপ্ন নিয়ে এই বিভাগে ভর্তি হয়েছিলাম। শুনেছি এই বিভাগ থেকে পড়াশোনা করলে অনেক চাকরির সুযোগ আছে। আজকে যখন আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি তখন সেই স্বপ্ন আর থাকছে না। আজ যে সময়টায় আমাদের শ্রেণিকক্ষে থাকার কথা সে সময়ে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াতে হয়েছে। 

শিক্ষার্থী আতিকুজ্জামান বলেন, আমি মাইগ্রেশন করে এই বিভাগে ভর্তি হয়েছি। কিন্তু বিভাগের পড়াশোনা শেষের দিকে হওয়ায় চাকরির বিজ্ঞাপন থেকে জানতে পারছি আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তাই প্রতিনিয়ত হতাশা বাড়ছে। আমরা দ্রুতই সব চাকরির ক্ষেত্রে আমাদের ন্যায্য অধিকার চাই। 

বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু হুরাইরার সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন-আবু জাহিদ, নাহিদ ও মৌসুমি মেরী প্রমুখ। এ কর্মসূচিতে বিভিন্ন বর্ষের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত