Ajker Patrika

৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৬ জুন

নিজস্ব প্রতিবেদক
৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৬ জুন

ঢাকা: ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই সূচী অনুযায়ী আগামী ৬ জুন শুরু হবে পরীক্ষা। ওই দিন সকালে ১২০ জনের এবং দুপুরে ১০০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আজ সোমবার (৩১ মে) পিএসসি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১৩ জুলাই পর্যন্ত ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ কোনক্রমেই পরিবর্তন করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পিএসসি’র প্রধান কার্যালয় আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে এ পরীক্ষা নেওয়া হবে।

করোনা সংকটের প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন। এই উত্তীর্ণদের মৌক্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল গত ২৩ মে। কিন্তু ১৮ মে এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায় করোনার পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো। এরপর দু সপ্তাহের ব্যবধানে মৌখিক পরীক্ষার নতুন সুচী প্রকাশ করলো পিএসসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষকেরা ভাতা পান না, নতুন গাড়ি-অফিস চান সদস্যসচিব

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এমন ‘অদ্ভুতুড়ে’ ঘটনার কারণ তাহলে এটাই

সময়ক্ষেপণ করবেন না, আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন— প্রধান উপদেষ্টাকে জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ