Ajker Patrika

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট: ভর্তি সহায়তা পাবে যারা 

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৫: ০৪
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট: ভর্তি সহায়তা পাবে যারা 

মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ-দশম শ্রেণিতে ২০২৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত/অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দেওয়া হচ্ছে।  

এই ভর্তি সহায়তার জন্য ভর্তি সহায়তা ব্যবস্থাপনা সফটওয়্যার আছে। এর মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আগামী ১৪ মার্চ, ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

কারা পাবেন এই সহায়তা, মিলবে যেভাবে  

  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন ২০২৪ সালের মাধ্যমিক ও সমমান পর্যায়ে ষষ্ঠ-দশম শ্রেণিতে ভর্তিকৃত/অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করা হবে।
  • ভর্তি সহায়তা পাওয়ার জন্য ২০২৪ সালে অসচ্ছল পরিবারের ৬ষ্ঠ-১০ম শ্রেণিতে ভর্তিকৃত/অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীকে এই লিংকে প্রবেশ করে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
  • আবেদনে শিক্ষার্থী সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যায়িত নম্বরপত্র বা সনদের কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্মনিবন্ধন সনদের কপি, পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের প্রদত্ত সুপারিশ (নির্ধারিত ফর্মে) অবশ্যই আপলোড করতে হবে।
  • বেসামরিক সব সরকারি-আধাসরকারি-স্থায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানের ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর সন্তানেরা ভর্তি সহায়তার জন্য যোগ্য বিবেচিত হবে। অন্যদের ক্ষেত্রে পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় ২ (দুই) লাখা টাকার কম হতে হবে।
  • প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগস্ত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তি সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত